shono
Advertisement
Andhra Pradesh

মাসিকে ধর্ষণের চেষ্টা, ছেলেকে খুনের পর দেহ ৫ টুকরো করলেন মা! ভয়ংকর ঘটনা অন্ধ্রে

কুড়ুলের মতো ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে, অনুমান পুলিশের
Published By: Subhankar PatraPosted: 07:51 PM Feb 16, 2025Updated: 07:51 PM Feb 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসিকে ধর্ষণের চেষ্টা! এছাড়াও বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছিল ছেলে। মেনে নিতে না পেরে নিজের সন্তানকেই খুন করে দেহ পাঁচ টুকরো করে খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। এই কাজে মহিলাকে সাহায্য করার অভিযোগ উঠেছে তাঁর আত্মীয়দের বিরুদ্ধে। ভয়ংকর ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম কে শ্যাম প্রসাদ। বয়স ৩৫ বছর। তিনি প্রকাশম জেলার বাসিন্দা। সাফাইকর্মী হিসাবে কাজ করতেন। বিভিন্ন অপরাধ মূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়ার পাশাপাশি মাসিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে যুবকের বিরুদ্ধে। ছেলের এমন কুকীর্তি ও  অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন মা কে লক্ষ্মীদেবী। এরপরেই শ্যাম প্রসাদকে খুন করে দেহ পাঁচ টুকরো করে ব্যাগে ভরে ক্যানেল ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই কাজে তাঁকে সাহায্য় করেন আত্মীয়রা।

প্রকাশম জেলার পুলিশ সুপার এ আর দামোদার জানিয়েছেন, মায়ের বিরুদ্ধে ছেলেকে খুনের অভিযোগ উঠেছে। আত্মীয়রাও এই ঘটনার সঙ্গে যুক্ত। তাঁর কথায়, "ছেলের আচরণে বিরক্ত ছিলেন মহিলা। তাতেই তিনি চরম পদক্ষেপ নেন।"

পুলিশের অনুমান, কুড়ুলের মতো ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। খুনের পর দেহ পাঁচটি টুকরো করা হয়। তারপর ব্যাগে ভরে তা একটি ড্রেনে ফেলে দেওয়া হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত মহিলা ও তাঁর আত্মীয়রা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছেলের খারাপ আচরণ, বিভিন্ন অপরাধমূলক কাজ মেনে নিতে পারেননি।
  • ছেলেকে খুন করে দেহ পাঁচটি টুকরো করে ফেলে দেওয়ার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে।
  • ই কাজে তাকে সাহায্য করার অভিযোগ উঠেছে মহিলার আত্মীয়দের বিরুদ্ধেও।
Advertisement