shono
Advertisement
Chhattisgarh

ফের বড় অভিযান ছত্তিশগড়ে, গুলির লড়াইয়ে খতম মাওবাদী নেত্রী

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র।
Published By: Amit Kumar DasPosted: 01:51 PM Jun 20, 2025Updated: 02:08 PM Jun 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাওবাদমুক্ত ভারতের লক্ষ্যে আরও এক কদম নিরাপত্তাবাহিনীর। শুক্রবার সকালে নিরাপত্তাবাহিনীর অভিযানে মৃত্যু হল এক মহিলা মাওবাদী নেত্রীর। শুক্রবার সকালে এই অভিযান চালানো হয় ছত্তিশগড়ের কাঁকের জেলায়। এই নিয়ে চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত শুধুমাত্র বস্তার এলাকায় মৃত্যু হল ২১৩ জন মাওবাদীর।

Advertisement

পুলিশের তরফে জনানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ছোটেবেথিয়া থানা এলাকায় অভিযানে নামে ডিআরজি, বিএসএফ ও পুলিশের যৌথ নিরাপত্তা বাহিনী। খবর ছিল কত্রি নদীর তীরে জঙ্গলঘেরা আমাতোলা ও কালপার গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদীর একটি দল। সেইমতো এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। পিছু হঠার জায়গা না পেয়ে রীতিমতো কোণঠাসা হয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াই চলার পর অবেশেষে মৃত্যু হয় এক মহিলা মাও নেত্রীর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র।

উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝড়খণ্ডের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে। ২১ এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। পাশাপাশি দেশের বাকি অংশেও লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সেই অভিযানে ফের বড় সাফল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাওবাদমুক্ত ভারতের লক্ষ্যে আরও এক কদম নিরাপত্তাবাহিনীর।
  • শুক্রবার সকালে নিরাপত্তাবাহিনীর অভিযানে মৃত্যু হল এক মহিলা মাওবাদী নেত্রীর।
  • শুক্রবার সকালে এই অভিযান চালানো হয় ছত্তিশগড়ের কাঁকের জেলায়।
Advertisement