shono
Advertisement
Yogi Adityanath

উত্তরপ্রদেশে গ্রিন হাইড্রোজেন গবেষণা নিয়ে বড় ঘোষণা যোগীর, কী জানালেন মুখ্যমন্ত্রী?

এই উদ্যোগের ফলে রাজ্যে বিপুল বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরির সুযোগ রয়েছে।
Published By: Hemant MaithilPosted: 07:12 PM Dec 23, 2025Updated: 07:12 PM Dec 23, 2025

হেমন্ত মৈথিল, লখনউ: পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থা এবং জ্বালানি নিরাপত্তার লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে রাজ্যে দুটি ‘সেন্টার অফ এক্সেলেন্স’ স্থাপনের অনুমোদন। এই কেন্দ্রগুলি মূলত গ্রিন হাইড্রোজেন নিয়ে গবেষণা এবং প্রযুক্তিগত উন্নয়নে কাজ করবে।

Advertisement

প্রথম সেন্টার অফ এক্সেলেন্সটি তৈরি হবে কানপুরে। এটি আইআইটি কানপুর এবং হারকোর্ট বাটলার টেকনিক্যাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে পরিচালিত হবে। দ্বিতীয় কেন্দ্রটি বারাণসীর আইআইটি বিএইচইউ এবং গোরক্ষপুরের মদন মোহন মালব্য ইউনিভার্সিটি অফ টেকনোলজির সমন্বয়ে গড়ে উঠবে। এই কেন্দ্রগুলি ‘হাব-অ্যান্ড-স্পোক’ মডেল অনুযায়ী কাজ করবে। ফলে রাজ্যের অন্যান্য প্রকৌশল প্রতিষ্ঠানও এর সঙ্গে যুক্ত হতে পারবে।

গ্রিন হাইড্রোজেন পলিসি-২০২৪-এর আওতায় এখানে একটি ইনকিউবেশন সেন্টারও তৈরি হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রতি বছর ১০টি করে আগামী ৫ বছরে মোট ৫০টি স্টার্টআপকে প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হবে। এর জন্য বছরে ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

উত্তরপ্রদেশের ৫০ শতাংশ শিল্প সংস্থা এই উদ্যোগে অংশ নিচ্ছেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, রেল মন্ত্রকের সহায়তায় গ্রিন হাইড্রোজেন চালিত ট্রেন এবং কানপুর-লখনউ, বারাণসী ও গোরক্ষপুর রুটে হাইড্রোজেন বাস চালানোরও পরিকল্পনা নিয়েছে সরকার। এই উদ্যোগ শুধু যে পরিবেশ দূষণ কমবে তা নয়, রাজ্যে বিপুল বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরির সুযোগ রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে রাজ্যে দুটি ‘সেন্টার অফ এক্সেলেন্স’ স্থাপনের অনুমোদন।
  • এই কেন্দ্রগুলি ‘হাব-অ্যান্ড-স্পোক’ মডেল অনুযায়ী কাজ করবে।
  • এর জন্য বছরে ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
Advertisement