সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দুদের জনসংখ্যা বাড়াতে নবদম্পতিদের বিশেষবার্তা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হিন্দুদের উদ্দেশে জানালেন, এক সন্তানে থামবেন না, আরও সন্তান চাই। হিন্দু দম্পতিদের অন্তত ৩টি করে সন্তান নেওয়ার পরামর্শ দেন তিনি।
মঙ্গলবার অসমের বরপেটা জেলায় এক সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হিমন্ত বিশ্বশর্মা। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "সংখ্যালঘু এলাকায় ওদের (মুসলিম) জন্মহার অত্যন্ত বেশি। অথচ দিনের পর দিন হিন্দুদের জন্মহার কমতে শুরু করেছে। যার জেরে ওদের সঙ্গে আমাদের জনসংখ্যা বৃদ্ধির ব্যবধান অনেক বেশি।" এরপরই মুখ্যমন্ত্রী বলেন, "হিন্দু দম্পতিদের আমর প্রস্তাব, আপনারা একটি সন্তানে থেমে থাকবেন না। কম করে দুটি সন্তান নেবেন। সম্ভব হলে তিনটি সন্তানের জন্ম দিন।" পাশাপাশি মুসলিমদের ৭-৮টি করে সন্তান না নেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। হিন্দুদের জন্মহার বাড়ানোর প্রেক্ষিতে হিমন্তের যুক্তি, "হিন্দুরা যদি বেশি সন্তানের জন্ম না দেয় তাহলে তাঁদের পরিবারের দেখাশোনা করার কেউ থাকবে না।"
উল্লেখ্য, শুধু মুখের কথা নয়, হিন্দুদের সন্তান বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবেই উদ্যোগ শুরু হয়েছে অসমে। গত ৫ ডিসেম্বর অসম সরকার তপশিলি জাতি, তপশিলি উপজাতি, চা বাগান, মোরান এবং মটক সম্প্রদায়ের জন্য দুই সন্তানের নিয়ম শিথিল করেছে। পরিকল্পনা চলছে ধীরে ধীরে গোটা রাজ্যে পরিবার পরিকল্পনার নয়া নীতি বাস্তবায়নের। এর আগে গত ৯ নভেম্বর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, একদিকে রাজ্যে হিন্দু জনসংখ্যা ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে, অন্যদিকে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, রাজ্যের মোট জনসংখ্যা ছিল ৩.১২ কোটি। যার মধ্যে মুসলিম ছিল ১ কোটি ৭ লক্ষ (৩৪.২২ শতাংশ)। রাজ্যে ১.৯২ কোটি হিন্দু ছিল, যা মোট জনসংখ্যার প্রায় ৬১.৪৭ শতাংশ। ২০২৭ সালে রাজ্যে মুসলিমদের জনসংখ্যা ৪০ শতাংশ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেন মুখ্যমন্ত্রী।
