হেমন্ত মৈথিল, লখনউ: যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ এখন দেশের মধ্যে উন্নয়নে সবচাইতে এগিয়ে থাকা রাজ্য। আর এর নেপথ্যে রয়েছে দেশের সকল বড় শহরের সঙ্গে এর সহজ যোগাযোগ ব্যবস্থা। রাজ্যের শিল্প পুনর্জাগরণের প্রধান স্তম্ভ যমুনা এক্সপ্রেসওয়ে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার যমুনা এক্সপ্রেসওয়েকে একটি শক্তিশালী অর্থনৈতিক করিডোরে রূপান্তরিত করেছে। যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি (YEIDA)-এর অধীনে ৩,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে পরিকল্পিত শিল্প শহর গড়ে উঠছে। এখানে শিল্প, আবাসন এবং বাণিজ্যিক ক্ষেত্রের জন্য আলাদা জোন তৈরি করা হয়েছে। প্রোগ্রেসিভ ফেডারেশন অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির মতে, এই প্রকল্পগুলি উত্তরপ্রদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে বড় ভূমিকা নেবে।
জেওয়ারে নির্মীয়মান নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর এই অঞ্চলের গুরুত্ব বিশ্বমঞ্চে বাড়িয়ে দিয়েছে। এর চারপাশে সেমিকন্ডাক্টর পার্ক, ডাটা সেন্টার এবং মেডিকেল ডিভাইস পার্ক তৈরি হচ্ছে। ভিভো, এলজি এবং হ্যাভেলসের মতো নামী সংস্থা এখানে কারখানা করছে। ২০২৬ সালের জানুয়ারিতে এইচসিএল ফক্সকন ইউনিটের কাজ শুরু হওয়ার কথা। বর্তমানে এখানে ২০০টিরও বেশি নতুন কারখানার নির্মাণ কাজ চলছে।
উন্নত সড়ক, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং আরআরটিএস (RRTS) সংযোগের ফলে এই এলাকাটি লজিস্টিকস এবং হাই-টেক হাব হিসেবে গড়ে উঠছে। এই শিল্প বিপ্লব কেবল বড় শহরে সীমাবদ্ধ নেই, আশেপাশের গ্রামীণ এলাকাতেও কর্মসংস্থানের বিপুল সুযোগ তৈরি করছে। যমুনা এক্সপ্রেসওয়েকে কেন্দ্র করে নতুন উত্তরপ্রদেশ এখন বিশ্বজুড়ে বিনিয়োগের অন্যতম গন্তব্য।
