নন্দিতা রায় ও সোমনাথ রায়, নয়াদিল্লি: SIR-এ কত অনুপ্রবেশকারী, কত রোহিঙ্গা ধরা পড়ল? ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’ বা অসঙ্গতির নামে কাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে? কোন যুক্তিতে বাংলার ১ কোটি ৩৬ লক্ষ মানুষের ভোটাধিকার নিয়ে প্রশ্ন তুলছে নির্বাচন কমিশন? এমনই পাঁচ প্রশ্নের উত্তর জানতে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কমিশনে পৌঁছানোর আগে এদিন দলের সাংসদ এবং বিধায়কদের সঙ্গে সংক্ষিপ্ত একটি বৈঠক করেন তিনি। এরপরেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ ডায়মন্ড হারবারের সাংসদের।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই এদিন নির্বাচন কমিশনে গিয়েছেন ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হক, প্রদীপ মজুমদার, চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভুঁইয়া, মমতা ঠাকুর, সাকেত গোখেল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পাঁচ প্রশ্নের উত্তর না পেলে আগেই কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
মঙ্গলবার দিল্লি উড়ে যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, ''বিজেপি এক থেকে দেড় কোটি নাম বাদ যাবে বলে বারবার দাবি করেছে। কমিশন বিজেপির দেওয়া টার্গেট পূরণে নেমেছে। এই ১ কোটি ৩৬ লক্ষ নামের তালিকা কমিশনকে দেখাতেই হবে।'' শুধু তাই নয়, এসআইআরের আতঙ্ক নিয়ে বিজেপিকে দায়ী করে সুর চড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, “ওদের জন্য ৫৭ জনের মৃত্যু হয়েছে। যাঁরা মারা গিয়েছেন, তাঁরা অনুপ্রবেশকারী? কমিশন কেন এখনও বলছে না, এদের মধ্যে ক’জন রোহিঙ্গা, ক’জন বাংলাদেশি? যাদের জন্য অনুপ্রবেশ হচ্ছে সেই আইবি চিফ তপনকুমার ডেকার মেয়াদ বাড়ানো হচ্ছে কোন কারণে? কী লুকোতে চাইছেন?”
