shono
Advertisement

বড়সড় জঙ্গি হামলা রুখল সেনার শিখ ব্যাটেলিয়ন, নিকেশ অনুপ্রবেশকারী

উদ্ধার হল এক অনুপ্রবেশকারীর দেহ, পাক সেনার গুলিতে নিহত এক নিরীহ ভারতীয়৷ The post বড়সড় জঙ্গি হামলা রুখল সেনার শিখ ব্যাটেলিয়ন, নিকেশ অনুপ্রবেশকারী appeared first on Sangbad Pratidin.
Posted: 02:55 PM May 28, 2017Updated: 09:25 AM May 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুঞ্চ সেক্টরে ফের অনুপ্রবেশের ছক বানচাল করে দিল ভারতীয় সেনা৷ রবিবার উদ্ধার হল আর এক অনুপ্রবেশকারীর দেহ, খবরটি জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই৷

Advertisement

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মণীশ মেহতা জানিয়েছেন, রাতের অন্ধকারে পাক অধিকৃত কাশ্মীর থেকে এক সন্দেহভাজন জঙ্গির অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে সেনা৷ নিয়ন্ত্রণরেখার কাছে কেজি সেক্টরে সেনা-জঙ্গি তীব্র গুলির লড়াইয়ে রাত আড়াইটে নাগাদ ওই সন্দেহভাজনের মৃত্যু হয়৷ পাক সেনার পাল্টা হামলায় এদিন কেরন সেক্টরে এক নিরীহ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়৷ সূত্রের খবর, কেরন সেক্টরে কর্মরত কুলিদের একটি দলের উপর বিনা প্ররোচনায় হামলা চালায় পাক সেনা৷ ওই হামলায় আহত হয়েছেন আরও এক ভারতীয়৷

[রমজানে হামলার ছক বানচাল করে ২৪ ঘন্টায় সেনার গুলিতে নিকেশ ১০ জঙ্গি]

এদিন সকালে সেনার শিখ ব্যাটেলিয়ন পাক সেনা ও জঙ্গি জোটের একটি বড়সড় হামলা রুখে দিয়েছে৷ এবারও নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জওয়ানদের মুণ্ডচ্ছেদ করে নিয়ে যাওয়ার লক্ষে ভোরবেলা হামলা চালায় পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম৷ তাদের সঙ্গে ছিল ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত জঙ্গিরাও৷ কিন্তু সেনার শিখ ব্যাটালিয়ন ওই হামলা রুখে দেয়৷ জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান৷

গতকাল সেনার নর্দার্ন কমান্ড দেশবাসীকে সতর্ক করে জানিয়েছে, পবিত্র রমজান উপলক্ষে জম্মু ও কাশ্মীরে বড়সড় নাশকতার ছক কষছে পাক জঙ্গিরা। গত ২৪ ঘন্টায় অন্তত ১০ জন সশস্ত্র জঙ্গিকে নিকেশ করেছে সেনা। পাক সেনা ও পাকিস্তানের টাকায় চলা জঙ্গি সংগঠনের সদস্যরা নিয়ন্ত্রণরেখায় লাগাতার অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও সতর্ক করে দিয়েছে নর্দার্ন কমান্ড।


সেনা সূত্রে জানানো হয়েছে, নিয়ন্ত্রণরেখার কাছে রামপুর সেক্টরে জঙ্গিদমন অপারেশনে ৬ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। রুখে দেওয়া হয়েছে অনুপ্রবেশের পরিকল্পনা। দক্ষিণ কাশ্মীরের ত্রাল সেক্টরে আরও ২ জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সশস্ত্র সেনা। যার মধ্যে উল্লেখযোগ্য, হিজবুল মুজাহিদিন জঙ্গি সাবজার আহমেদ ভাটের মৃত্যু। বুরহান ওয়ানির পর আহমেদ ভাটের নেতৃত্বেই উপত্যকায় অশান্তি ছড়াচ্ছিল হিজবুল জঙ্গিরা। গতবছরের ৮ জুলাই অশান্ত কাশ্মীরে সেনার গুলিতে নিহত হয় হিজবুল কমান্ডার বুরহান ওয়ানি। শীর্ষস্থানীয় ২ জঙ্গিকে নিকেশ করে উপত্যকায় জঙ্গি মতাদর্শ প্রচার ও নাশকতার কাজে লিপ্ত মুজাহিদিনের একটা বড় অংশকেই নির্মূল করা গিয়েছে বলে মনে করছে সেনা৷

The post বড়সড় জঙ্গি হামলা রুখল সেনার শিখ ব্যাটেলিয়ন, নিকেশ অনুপ্রবেশকারী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement