shono
Advertisement

ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

সুযোগ হাতছাড়া করবেন না। The post ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:46 PM Aug 05, 2020Updated: 03:46 PM Aug 05, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনার কী ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা রয়েছে? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, সোলজার জেনারেল ডিউটি (মহিলা মিলিটারি পুলিশ) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীকে আগামী ৩১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।

Advertisement

শূন্যপদ: ৯৯টি।

শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

আবেদনকারীর বয়সসীমা:
সাড়ে ১৭ থেকে ২১ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তবে সেনাবাহিনীতে যুক্ত অবস্থায় মৃত কোনও ব্যক্তির বিধবা স্ত্রীর ক্ষেত্রে ৩০ বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে।

[আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাশেই মিলতে পারে রাজ্য সরকারি চাকরির সুযোগ, আবেদন করতে ভুলবেন না]

শারীরিক মাপজোক:
উচ্চতা: ১৫২ সেন্টিমিটার।
ওজন: উচ্চতা এবং বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে।
প্রার্থীর পা, চোখে কোনও সমস্যা থাকলে চলবে না।

আবেদনের পদ্ধতি:
www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে কোনও প্রার্থী অনলাইনে আবেদন করতে পারেন। আগামী ৩১ আগস্টের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষায় পাশ করলেই আবেদনকারীকে প্রার্থী হিসাবে নিয়োগ করা হবে। মূলত আম্বালা, লখনউ, জব্বলপুর, বেঙ্গালুরু এবং শিলংয়ে হবে পোস্টিং।

আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: ২০২৫ সালের মধ্যে লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ করে দেবে Amazon, আশ্বাস সংস্থার প্রধানের]

The post ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement