সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী (Indian Coast Guard)। অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট (জেনারেল ডিউটি) পদে কর্মী নিয়োগ করা হবে। এই শূন্যপদে মোট ২৫ জনকে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে ভুলবেন না। তবে তার আগে জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
শিক্ষাগত যোগ্যতা:
১. প্রার্থীকে অবশ্যই ৬০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক হতে হবে।
২. দ্বাদশ শ্রেণির পরীক্ষা অর্থাৎ উচ্চমাধ্যমিকে অঙ্ক, পদার্থবিদ্যায় ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
বিঃদ্রঃ –
শুধুমাত্র তফসিলি জাতি, উপজাতি অথবা অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তফসিলি জাতি, উপজাতির প্রার্থীরা স্নাতকে প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় পাবেন। তবে উচ্চমাধ্যমিকে কোনও ছাড় পাওয়া যাবে না।
আবেদনকারীর বয়সসীমা:
১ জুলাই, ১৯৯৬ সাল থেকে ৩০ জুন, ২০২০ সালের মধ্যে জন্মানো যে কোনও প্রার্থী এই শূন্যপদে আবেদন করতে পারেন। তফসিলি জাতি, উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।
[আরও পড়ুন: ব্যাংক অফ ইন্ডিয়ায় মোটা বেতনে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের শর্ত]
বেসিক পে:
এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তির বেসিক পে ৫৬ হাজার টাকা।
আবেদনের পদ্ধতি:
https://joinindiancoastguard.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী ২১ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
প্রিলিমিনারি, মেন এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
প্রিলিমিনারি পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড আবেদনকারীদের আগামী বছরের ৬-১০ জানুয়ারির মধ্যে ডাউনলোড করে নিতে হবে। পরীক্ষা হবে কলকাতা, মুম্বই, চেন্নাই এবং নয়ডায়। তবে কবে, কোথায় পরীক্ষা হবে সে সমস্ত দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। আগ্রহী প্রার্থীকে চাকরি সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য নজর রাখতে হবে https://joinindiancoastguard.gov.in এই ওয়েবসাইটে ।