সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ (Russia-Ukraine War) ভয়ংকর হয়ে উঠছে প্রতিদিন। এখন ইউক্রেনে থাকা মানে জীবন বাজি রাখা। তবুও এক ভারতীয় চিকিৎসক একা দেশে ফেরার কথা ভাবতে পারছেন না। প্রিয় পোষ্যদের নিয়ে নিজের বাড়ির বেসমেন্ট আশ্রয় নিয়েছেন তিনি। ওদের সঙ্গে নিয়েই ভারতে ফিরতে চান। যদিও প্রবাসী এই চিকিৎসকের পোষ্যদের কথা জানলে তাঁর দেশে ফেরা নিয়ে চিন্তায় পড়ে যাবেন যে কেউ। দু’টি চিতাবাঘ রয়েছে তাঁর। যার একটি জাগুয়ার, অন্যটি প্যান্থার।
ইউক্রেনের সেভেরোদোনেৎস্কে আটকে পড়েছেন ভারতীয় চিকিৎসক ডা. গিরিকুমার পাতিল (Dr Girikumar Patil)। কিয়েভ, খারকভের মতোই ক্রমশ ঘোরালো হচ্ছে সেভেরোদোনেৎস্কের যুদ্ধ পরিস্থিতি। তথাপি পোষ্যদের ফেলে ইউক্রেন ছাড়তে নারাজ গিরিকুমার। তাঁর কথায়, “নিজের জীবন বাঁচাতে পোষ্যদের ছেড়ে আসতে পারব না আমি। যদিও আমার পরিবার দেশে ফিরতে বলছে বারবার। কিন্তু পোষ্যরা আমার সন্তানের মতো। প্রাণ থাকতে ওদের রক্ষা করব আমি।”
[আরও পড়ুন: নিহত কান্দাহার বিমান অপহরণ কাণ্ডের মূলচক্রী জাহুর মিস্ত্রি!]
যুদ্ধ পরিস্থিতিতেও প্রাণের ঝুঁকি নিয়ে বেসমেন্ট থেকে বেরিয়ে পোষ্যদের জন্য খাবার কিনে আনছেন বছর চল্লিশের ডা. গিরিকুমার পাতিল। বলেন, “আমার সঙ্গেই আছে ওরা।লাগাতার গোলা বর্ষণের আওয়াজে খুব ভয় পাচ্ছে। ঠিক মতো খাচ্ছে না। আমি ওদের ছেড়ে যেতে পারব না।”
[আরও পড়ুন: চারপাশে আছড়ে পড়ছে রুশ গোলা, তার মধ্যেই সেনাক্যাম্পে বিয়ে সারলেন ইউক্রেনীয় তরুণ-তরুণী]
দুটি চিতা ছাড়াও আরও তিনটি কুকুর রয়েছে গিরিকুমারের। প্রবাসী ভারতীয় চিকিৎসকের আশা, পোষ্যদের নিয়েই তাঁকে দেশে ফেরার ব্যবস্থা করে দেবে ভারত সরকার। গিরিকুমারের ইচ্ছে পূরণ হতেও পারে।গত সপ্তাহেই ইউক্রেন থেকে পোষ্যকে নিয়ে ভারতে ফিরতে সক্ষম হয়েছেন ঋষভ কৌশিক নামের এক ব্যক্তি।