shono
Advertisement

বেড়াতে গিয়ে হোটেলের সামগ্রী চুরি! ভিনদেশে ভারতীয় পরিবারের কুকীর্তি ভাইরাল

হোটেলের ঘর থেকে রকমারি দামি সামগ্রী ব্যাগে পুরে চম্পট দিচ্ছিলেন তাঁরা৷ The post বেড়াতে গিয়ে হোটেলের সামগ্রী চুরি! ভিনদেশে ভারতীয় পরিবারের কুকীর্তি ভাইরাল appeared first on Sangbad Pratidin.
Posted: 08:25 PM Jul 27, 2019Updated: 08:25 PM Jul 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গিয়েছিলেন বেড়াতে৷ মহানন্দে ঘুরে বেড়িয়ে বালি থেকে ফিরেও আসছিলেন একটি ভারতীয় পরিবার৷ কিন্তু বেরতে গিয়েই বাধল বিপত্তি৷ শেষবেলায় হোটেলে চেকআউটের সময়ে হোটেল কর্মীদের সন্দেহ হয়৷ দেখা যায়, হোটেলের ঘর থেকে বেশ কিছু জিনিস নিজেদের ঝোলায় পুরে নিয়ে যাচ্ছেন৷ এই সংক্রান্ত একটি ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়েছে৷ কড়া আইনি শাস্তির মুখে পড়তে চলেছে ওই পরিবার৷

Advertisement

[ আরও পড়ুন: সূর্যতেজে গলছে চাদর, রেকর্ড তাপমাত্রায় গ্রিনল্যান্ডের বরফ গলে জল ]

সম্প্রতি ২ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷ যাতে দেখা যাচ্ছে, বালির একটি হোটেল থেকে বেরিয়ে আসছেন একদল নারী-পুরুষ৷ তাঁদের হাতে ব্যাগ৷ তাড়াহুড়ো করে বেরতে দেখেই হোটেল কর্মীদের সন্দেহ হয়৷ তাঁরা ব্যাগগুলি পরীক্ষা করতে যান৷ তাতে প্রথমে তীব্র আপত্তি জানান ওই পর্যটকরা৷ রীতিমতো কথা কাটাকাটি শুরু হয়ে যায়৷ পরে অবশ্য হোটেল কর্তৃপক্ষের নিয়মকানুনের কাছে হার মানতে হয় তাঁদের৷
ব্যাগগুলি স্ক্যানারে দেওয়া হয়৷ স্ক্যানারের ছবি দেখে চমকে ওঠেন হোটেলের কর্মীরা৷ দেখা যায়, ব্যাগের মধ্যে হোটেলের যাবতীয় জিনিসপত্র, যেমন, ঘরের শো-পিস, সাবান, তোয়ালে, চামচ এমনকী ঘরের ইলেকট্রনিক্স সামগ্রীও চুরি করে নিয়ে যাচ্ছেন তাঁরা৷ বেগতিক দেখে পরিবারের এক মহিলা হাত জোড় করে জানান, ওই জিনিসগুলি তাঁদের খুব পছন্দের, তাই তাঁরা নিয়ে যাচ্ছিলেন৷ এসবের দাম তাঁরা মিটিয়ে দিতে প্রস্তুত৷ শুধু তাঁদের যেন ওই সামগ্রী সমেত ছেড়ে দেওয়া হয়৷ নাহলে বিমান ধরতে পারবেন না৷
এমন কাকুতি-মিনতিতে মন গলে যাওয়া তো দূর অস্ত, হোটেল কর্তৃপক্ষের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, দাম নেওয়া হবে না, জিনিসগুলোই ফেরত দিতে হবে৷ ভিডিওতে শোনা গিয়েছে, এক কর্মী স্পষ্ট বলেন, ‘আপনাদের অর্থ থাকতে পারে, তা দিয়ে আপনারা সব কিনে নিতে পারেন৷ কিন্তু তাতে কোনও সম্মান নেই৷’

[ আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে নজিরবিহীনভাবে আমেরিকার পাশে চিন, মধ্যস্থতায় সওয়াল]

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করেছেন হেমন্ত নামের এক ব্যক্তি৷ সেইসঙ্গে তিনি লিখেছেন, ‘ভারতের জন্য অত্যন্ত বিরক্তিকর এবং অবমাননাকর ঘটনা৷ ভারতীয় দূতাবাসের কাছে আবেদন, যারা বিদেশে গিয়ে দেশের মুখ এভাবে পুড়িয়েছে, পরবর্তী সময়ে তাঁদের পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে একবার ভেবে নেন৷’ সত্যি! বালির মতো সুন্দর জায়গায় বেড়াতে গিয়ে এমন এক দুষ্কর্ম, ভারতীয় সংস্কৃতির সঙ্গে একেবারেই বেমানান৷

The post বেড়াতে গিয়ে হোটেলের সামগ্রী চুরি! ভিনদেশে ভারতীয় পরিবারের কুকীর্তি ভাইরাল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement