shono
Advertisement

আরব সাগরে জাহাজ অপহরণের চেষ্টা! রুখতে হাজির নৌসেনা

কেন অপহরণের চেষ্টা জানা যায়নি।
Posted: 01:46 PM Dec 16, 2023Updated: 01:46 PM Dec 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরব সাগরে সোমালিয়াগামী জাহাজ অপহরণ করার চেষ্টা দুষ্কৃতীদের। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়ে লড়াই শুরু করল ভারতীয় নৌসেনা। শুক্রবার সন্ধ্যার এই ঘটনার কথা জানানো হয়েছে নৌসেনার তরফে। শেষ খবর পাওয়া পর্যন্ত অপারেশন এখনও চলছে।

Advertisement

ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে, ৬ জন দুষ্কৃতী জাহাজ হাইজ্যাক করার চেষ্টা করছে এই খবর পেয়েই নজরদারি বিমান সঙ্গে এলাকা ঘিরে ফেলে। পাশাপাশি জলদস্যুদের রুখতে প্রস্তুত বাহিনীও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।

[আরও পড়ুন: হাই কোর্টের নির্দেশে CCTV সরতেই হাসপাতালে জ্যোতিপ্রিয়র কেবিনে মেয়ে ও দাদা, কী কথা হল?]

ঠিক কী হয়েছিল? এমভি রুয়েন নামের জাহাজটি সোমালিয়া উপকূলের দিকে যাচ্ছিল। সেই সময়ই সেটি জলদস্যুদের কবলে পড়ে। সঙ্গে সঙ্গে পাঠানো হয় সংকেত। আর তা পেয়েই হাজির হয় নৌসেনা। কিন্তু কী কারণে এই ছিনতাই তা এখনও জানা যায়নি। তবে এটা জানা গিয়েছে জাপানের সংস্থা পরিচালনার দায়িত্বে থাকলেও সেটির মালিক ছিল এক ব্রিটিশ সংস্থা। জাহাজে ২৫ জন বিদেশি ক্রু রয়েছে বলে জানা গিয়েছে। গত নভেম্বরেও লোগিত সাগরেও এমনই ভাবে একটি পণ্যবাহী জাহাজও অপহরণের চেষ্টা হয়েছিল।

[আরও পড়ুন: ‘অনেক খেলা বাকি’, নিরাপত্তা উঠে যেতেই পোস্ট অনুপমের, পালটা কটাক্ষ সুকান্তর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement