সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হলদিয়া এবং গুজরাট ভাদোদরায় কর্মী নিয়োগ করা হবে। জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
আবেদনে কারা যোগ্য?
কেমিক্যাল/মেকানিক্যাল/ইলেক্ট্রক্যাল/রিফাইনারি ইঞ্জিনিয়ারিং পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অথবা
বিজ্ঞান শাখায় স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন। তবে ৫০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৬ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: ১ লক্ষেরও বেশি বেতনে রাজ্য সরকারি চাকরি চান? আবেদন করতে ভুলবেন না]
বেতন:
এই শূন্যপদে যাঁরা কাজে যোগ দেবেন তাঁরা প্রতি মাসে ২৫ হাজার টাকা থেকে ১ লক্ষ ৫ হাজার টাকা বেতন পাবেন।
আবেদনের পদ্ধতি:
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে।
আবেদনের ফি:
আবেদনকারীকে ১৫০ টাকা ব্যাংকে জমা দিতে হবে।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের শেষদিন:
আগ্রহী প্রার্থীকে আগামী ৩০ মে’র মধ্যে আবেদন করতে হবে।