সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতি ও তাঁদের কিশোরী কন্যার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল কানাডার (Canada) অন্টারিও প্রদেশে। গত ৭ মার্চ তাঁদের বাড়িতে আগুন লাগলেও মৃত্যুর বিষয়টি প্রকাশ্যে এসেছে শুক্রবার। যখন দেহগুলি উদ্ধার হয়।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে, গত সপ্তাহে যখন বিগ স্কাইওয়ে ও ভ্যান কিরক ড্রাইভ এরিয়ার বাড়িটিতে আগুন লাগে, তার পরই প্রতিবেশীরা খবর দিয়েছিলেন পুলিশে। দ্রুত তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছন। আগুন নেভানোর পরে অবশেষে আবিষ্কৃত হল তিনটি দগ্ধ মৃতদেহ।
[আরও পড়ুন: ‘বিরোধীরা মুখ লুকনোর জায়গা পাবে না’, ইলেক্টোরাল বন্ড ইস্যুতে সাফাই শাহের]
জানা গিয়েছে, প্রয়াত তিনজনের অন্যতম রাজীব ওয়ারিকু। তাঁর বয়স ৫১। আর এক প্রয়াত তাঁর স্ত্রী শিল্পা কোঠা (৪৭)। মৃত্যু হয়েছে ওই দম্পতির একমাত্র সন্তান ১৬ বছরের মহেক ওয়ারিকু। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, আগুন লাগার কারণ এখনও খুঁজে পায়নি পুলিশ। এবং এই দুর্ঘটনাকে ‘সন্দেহজনক’ আখ্যা দিয়েছে। অন্টারিওর ফায়ার মার্শাল জানিয়েছেন, প্রাথমিক তদন্ত থেকে উঠে আসছে আগুন দুর্ঘটনাক্রমে লাগেনি। পুলিশের তরফে যে প্রেস বার্তা প্রকাশিত হয়েছে, সেখানে দাবি করা হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই তিনজন সম্পর্কে কোনও জরুরি তথ্য কারও কাছে থাকলে তাও দ্রুত পুলিশকে জানানোর কথা বলা হয়েছে।
দুর্ঘটনায় আর কারও মৃত্যু হয়েছে কিনা সে ব্যাপারটি এখনও স্পষ্ট নয়। প্রতিবেশীরা জানিয়েছেন, দুর্ঘটনার দিন আচমকাই ওই বাড়ি থেকে একটা বিস্ফোরণের শব্দ পান তাঁরা। তার পর কয়েক ঘণ্টার মধ্যেই সকলের চোখের সামনে বাড়িটি এক দগ্ধ ধ্বংসস্তূপে পরিণত হয়।