সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনাতঙ্কে গত ২৫ মার্চ দেশজুড়ে ট্রেন পরিষেবা বন্ধ করে দেয় ভারতীয় রেল (Indian Railways)। যাঁরা আগে থেকে টিকিট বুকিং করেছিলেন, তাঁদের টিকিট বাতিল হয়ে যায়। এবার রেলের তরফে জানানো হয়েছে, ১৪ এপ্রিল বা তার আগে যাঁরা দূরপাল্লার ট্রেনের টিকিট বুক করেছিলেন তাঁদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। সেই ট্রেনগুলি বাতিল করেছিল রেল।
প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল ৩০ জুন পর্যন্ত সমস্ত দূরপাল্লার ট্রেনের বুকিং বাতিল করেছিল রেল। কিন্তু কেন্দ্রের সিদ্ধান্তে শ্রমিক স্পেশ্যাল ও বিশেষ ট্রেন চালু করে রেল। সেই ট্রেনগুলির মাধ্যমে গোটা দেশে বিভিন্ন জায়গা থেকে কয়েক লক্ষ মানুষ নিজেদের ঘরে ফিরেছেন। এখনও পর্যন্ত ২১ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত যাত্রীদের টিকিট বাতিল বাবদ ১,৮৮৫ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল। ওই টিকিটগুলি অনলাইনে বুক করা হয়েছিল।
[আরও পড়ুন: আর্থিক সংকট কাটাতে বড় পদক্ষেপ, নতুন নিয়োগ বন্ধ করল রেল]
এদিকে, আর্থিক সংকট কাটাতে এবার নিয়োগ বন্ধের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways)। জানা গিয়েছে, নতুন সব ধরনের পদকে ‘ফ্রিজ’ করা হবে। পাশাপাশি, এখনও যে নিয়োগগুলি প্রক্রিয়াধীন রয়েছে সেগুলির প্রয়োজনীয়তা খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তৈরি হচ্ছে আকশন প্ল্যান।
[আরও পড়ুন: এবার করোনা আক্রান্তদের চিকিৎসা করবে রোবট, অভিনব উদ্যোগ রেলের]
The post ১৪ এপ্রিলের আগে বুকিং করা টিকিটের টাকা ফেরত পাবেন যাত্রীরা, ঘোষণা রেলের appeared first on Sangbad Pratidin.