সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আমেরিকায় মৃত্যু ভারতীয়র! নিউ ইয়র্কে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ছাত্র। জানা গিয়েছে, তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন। ওই পড়ুয়ার দেহ যত দ্রুত সম্ভব ভারতে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বুধবার বিকালে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় শ্রী বেলেম অচ্যুত নামে এক ভারতীয়ের। অন্ধ্রপ্রদেশ থেকে তিনি স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে পড়াশোনা করতে গিয়েছিলেন। দুচোখে অনেক স্বপ্ন নিয়ে মার্কিন মুলুকে পড়তে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল। মর্মান্তিক এই ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে জানিয়েছে আমেরিকার ভারতীয় দূতাবাস।
[আরও পড়ুন: ইজরায়েলি হত্যালীলার শিকার ভারতীয় সেনার প্রাক্তন কর্মী! মোদিকে চিঠি প্যালেস্টাইন প্রধানমন্ত্রীর]
এদিন দূতাবাসের তরফে জানানো হয়, 'শ্রী বেলেম অচ্যুত নামে এক ভারতীয় ছাত্রের আকস্মিক মৃত্যুতে আমরা স্তম্ভিত। বুধবার বাইক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। ওই ছাত্রের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রয়েছে। অচ্যুতের পরিবারের সদস্যদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। তাঁর দেহ ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা সবরকমভাবে সহযোগিতা করছি।'
বলে রাখা ভালো, চলতি বছরের মার্চ মাসে আমেরিকার পেনসিলভ্যানিয়ায় দুর্ঘটনায় মৃত্যু হয় ২১ বছরের এক ভারতীয় তরুণীর। মৃত তরুণীর নাম আর্শিয়া জোশি। গত বছরই স্নাতক হয়েছিলেন আর্শিয়া। তার পর দিল্লি থেকে চাকরি করতে পেনসিলভ্যানিয়ায় পড়তে গিয়েছিলেন।