সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের একটা বড় অংশ তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। তখন নীরবে একলাফে অনেকটা বেড়ে গেল দেশের করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় প্রায় ৫২ হাজার মানুষ COVID-19 আক্রান্ত হলেন। ফলে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে মোট আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১৯ লক্ষ। তবে এসবের মধ্যে স্বস্তির খবর, গত ২৪ ঘণ্টায় প্রায় ৫১ হাজার মানুষ সুস্থও হয়েছেন।
বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫২ হাজার ৫০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তের সংখ্যাটা আগের দিনের তুলনায় খানিকটা বেড়েছে। এই নিয়ে টানা ৭ দিন ৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হলেন। অর্থাৎ গত ৭ দিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ লক্ষেরও বেশি মানুষ। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৮ হাজার ২৫৫ জন। এদের মধ্যে ১২ লক্ষ ৮২ হাজার ২১৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫১ হাজারের বেশি মানুষ। তবে, এখনও চিকিৎসাধীন ৫ লক্ষ ৮৬ হাজার ২৪৬ জন। এই প্রথমবার আগের দিনের তুলনায় কমল সক্রিয় রোগীর সংখ্যা।
[আরও পড়ুন: রাম মন্দির মামলার রায় দিয়েছিলেন, কোভিড পজিটিভ প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ]
তবে গত ৪ দিনের তুলনায় মঙ্গলবার আক্রান্তের সংখ্যা খানিকটা কমলেও মৃতের সংখ্যা কমার নামগন্ধ নেই। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৮৫৭ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩৯ হাজার ৭৯৫ জনে।
The post ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত এবং করোনাজয়ীর সংখ্যা প্রায় সমান, মোট আক্রান্ত পেরল ১৯ লক্ষ appeared first on Sangbad Pratidin.