shono
Advertisement

রবীন্দ্রসদনে গানে গানে সন্ধ্যা-স্মরণ, প্রয়াত কিংবদন্তিকে শ্রদ্ধা জানালেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল

রবিবার রয়েছে লতা মঙ্গেশকর ও বাপ্পি লাহিড়ীর স্মরণ অনুষ্ঠান।
Posted: 09:18 AM Mar 12, 2023Updated: 09:20 AM Mar 12, 2023

স্টাফ রিপোর্টার: মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের উদ্যোগে চলছে সংগীতজগতের প্রয়াত তিন নক্ষত্রকে স্মরণ অনুষ্ঠান। ‘শ্রদ্ধাঞ্জলী’ শীর্ষক এই অনুষ্ঠানে গানে গানে স্মরণ করা হচ্ছে গীতশ্রী সন্ধ‌্যা মুখোপাধ‌্যায় (Sandhya Mukherjee), সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এবং ডিস্কো কিং বাপ্পি লাহিড়ীকে। শনিবার রবীন্দ্র সদনে আয়োজিত সেই অনুষ্ঠানে সন্ধ‌্যা মুখোপাধ‌্যায়কে শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী তথা বিশিষ্ট সংগীতশিল্পী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। প্রয়াত গীতশ্রীর প্রতিকৃতিতে মাল‌্যদান করেন তিনি।

Advertisement

অনুষ্ঠানে গীতশ্রীকে শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করেন ইন্দ্রাণী সেন, মনোময় ভট্টাচার্য, জয়তী চক্রবর্তী-সহ অন‌্যান‌্যরা। তাঁদের মধ্যে ছিলেন নবীন প্রজন্মের দেবমাল্য, মেখলা, শোভনরাও। রবিবার লতা মঙ্গেশকর ও বাপ্পি লাহিড়ীর স্মরণ অনুষ্ঠান রয়েছে।

[আরও পড়ুন: কাশ্মীর সমস্যার ‘ভিলেন’ কি নেহরুই? ইতিহাসের গোপন নথি দেয় ‘অন্য’ ইঙ্গিত]

উল্লেখ্য, ‘মধুমালতী’র মতো নিজের কণ্ঠের জাদুতে কয়েক দশক ধরে সংগীত জগৎকে মাতিয়ে রেখেছিলেন তিনি। গত বছরের ফেব্রুয়ারিতে তাঁর প্রয়াণের পর কেটে গিয়েছে এক বছরেরও বেশি। তবু তাঁর সুরের ঝরনায় আজও বাংলা তথা ভারতের সংগীত জগৎ স্নিগ্ধতায় ভরে রয়েছে। সেই হদিশই যেন দিয়ে গেল শনিবাসরীয় সন্ধ্যা। বিভিন্ন প্রজন্মের শিল্পীরা সন্ধ্যার গান গাইলেন। তৈরি হল মোহময় এক পরিবেশ। যা বুঝিয়ে দিয়ে গেল প্রকৃত শিল্পীর আসলে মৃত্যু হয় না। তাঁর শিল্পী সত্তা থাকে চির বহমান।

[আরও পড়ুন: নেশার ঘোরে ঘুমন্ত শিশুর উপর চেপে বসল যুবক, দম আটকে মৃত্যু একরত্তির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement