shono
Advertisement

এবার সুইস ব্যাঙ্কে ভারতীয়দের অ্যাকাউন্টের তথ্যও প্রকাশ্যে

মঙ্গলবার দিল্লিতে তথ্য বিনিময় সংক্রান্ত এক চুক্তিতে স্বাক্ষর করে ভারত ও সুইজারল্যান্ড৷ The post এবার সুইস ব্যাঙ্কে ভারতীয়দের অ্যাকাউন্টের তথ্যও প্রকাশ্যে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:38 PM Nov 23, 2016Updated: 09:08 AM Nov 23, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশে কালো টাকা মজুতের বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় সাফল্য পেল নরেন্দ্র মোদি সরকার৷ সুইস ব্যাঙ্কগুলিতে ভারতীয়দের অ্যাকাউন্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য ভারতকে জানাতে রাজি হল সুইজারল্যান্ড৷ ২০১৮-র সেপ্টেম্বর থেকেই এই নয়া নিয়ম কার্যকর হবে৷ তবে নির্দিষ্ট ওই সময়ের আগে সুইস ব্যাঙ্কে যে সব অ্যাকাউন্ট রয়েছে সেগুলি সম্পর্কে কোনও তথ্য জানাবে না সুইজারল্যান্ড সরকার৷ সুইস ব্যাঙ্কে ভারতীয়দের অ্যাকাউন্ট সম্পর্কিত প্রথম তথ্য বিনিময় শুরু হবে ২০১৮-র সেপ্টেম্বর থেকে৷ মঙ্গলবার দিল্লিতে তথ্য বিনিময় সংক্রান্ত এক চুক্তিতে স্বাক্ষর করে ভারত ও সুইজারল্যান্ড৷

Advertisement

স্বয়ংক্রিয় পদ্ধতিতে তথ্য বিনিময় বা অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশন বাস্তবায়নের জন্য মঙ্গলবার এক যৌথ ঘোষণাপত্রে সই করেছে ভারত ও সুইজারল্যান্ড৷ এই চুক্তি অনুযায়ী, দুই দেশ ২০১৮ সাল থেকে তথ্য সংগ্রহ এবং ২০১৯ থেকে তা বিনিময়ের কাজ শুরু করবে৷ সুইজারল্যান্ড স্বয়ংক্রিয়ভাবে তথ্য বিনিময়ে রাজি হওয়ায় ভারত ওই তথ্য গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চুক্তির ফলে ২০১৯ থেকে সুইস ব্যাঙ্কগুলিতে সুইজারল্যান্ডে বসবাসকারী ভারতীয়দের অ্যাকাউন্টে যে লেনদেন হবে তার পূর্ণাঙ্গ তথ্য পাবে নয়াদিল্লি৷ শুধুমাত্র ২০১৮ বা তারপর সুইস ব্যাঙ্কে যে সব অ্যাকাউন্ট খোলা হবে স্বয়ংক্রিয়ভাবেই সেগুলি সম্পর্কেই তথ্য পাবে ভারত৷ কেন্দ্রীয় রাজস্বসচিব হাসমুখ আদিয়া এই চুক্তিকে এক ‘বড়সড়’ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন৷ আদিয়া জানিয়েছেন, ২০১৮-র পর থেকে সুইস ব্যাঙ্কে ভারতীয়রা যে সব অ্যাকাউন্ট খুলবেন আয়কর দফতর তার পূর্ণাঙ্গ তথ্য জানতে পারবে৷ অন্যদিকে সুইস অর্থ দফতর জানিয়েছে, অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশন বাস্তবায়নের পথে সুইজারল্যান্ডের দায়বদ্ধতা থাকায় ভারতের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরেই অভিযোগ উঠেছে যে, সুইস ব্যাঙ্কগুলিতে ভারতীয়দের কালো টাকা গচ্ছিত রয়েছে৷ সুইজারল্যান্ডের ব্যাঙ্কিং ব্যবস্থার কঠোর গোপনীয়তার সুযোগেই এই টাকা সেদেশে পাচার হয়েছে৷

এদিকে মন্ত্রকের কালো তালিকাভুক্ত সংস্থাগুলি সম্পর্কে নতুন করে খতিয়ে দেখবে প্রতিরক্ষামন্ত্রক৷ এই মুহূর্তে দেশজুড়ে কালো টাকার বিরুদ্ধে অভিযান চলছে৷ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, কালো তালিকাভুক্ত সংস্থাগুলি সম্পর্কে নতুন করে খোঁজখবর করা হবে৷ সংস্থাগুলির কাজে যদি কোনও ত্রুটি দেখা যায় সেক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার বিরু‌দ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ কেন্দ্র সরকারের নেওয়া নীতি অনুযায়ী প্রতিরক্ষামন্ত্রক নতুন একটি তালিকা তৈরির কাজ শুরু করেছে৷

The post এবার সুইস ব্যাঙ্কে ভারতীয়দের অ্যাকাউন্টের তথ্যও প্রকাশ্যে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement