সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করতে হবে তরুণদের। এমনই প্রস্তাব দিয়ে বিতর্কে জড়ান ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি। রীতিমতো ট্রোলিংয়ের শিকার হতে হয় তাঁকে। এবার ফের নেট দুনিয়ায় কটাক্ষের শিকার হলেন তিনি।
কিন্তু কেন নতুন করে বিতর্কে জড়ালেন নারায়ণ মূর্তি? বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি। আর তখনই তিনি বলেন, আজকালকার মা-বাবারাই বাড়িতে সন্তানদের পড়াশোনার উপযোগী পরিবেশ তৈরি করে দিতে পারেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়, সোশাল মিডিয়া কীভাবে আজকের পড়ুয়াদের পড়ায় ব্যাঘাত তৈরি করে। এর জবাবে তিনি বলেন, মা-বাবা যদি চান ছেলেমেয়ে পড়াশোনায় মনোযোগী থাকুক, তাহলে তাঁদেরও সিনেমা দেখতে যাওয়া বন্ধ করা দরকার। তাঁর কথায়, ''যদি অভিভাবকরা নিজেরা সিনেমা দেখতে যান, অথচ সন্তানদের বলেন, না না, তোমরা পড়াশোনা করো...''
[আরও পড়ুন: নমাজ-আজানের সময়ে বন্ধ পুজো! হিন্দুদের ‘অনুরোধ’ বাংলাদেশ সরকারের]
সেই সঙ্গেই নারায়ণ মূর্তি বলছিলেন, তাঁদের পরিবারে টিভি দেখা সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত বন্ধ হত। অন্যদিকে রাতের খাওয়া শেষে ৯টা থেকে ১১টা পর্যন্তও তারা পড়াশোনা করত। নারায়ণ মূর্তি জানিয়ে দেন, তিনি ও তাঁর স্ত্রী সুধা মূর্তি তাঁদের মেয়ে অক্ষতা ও ছেলে রোহনের জন্য দৈনিক সাড়ে তিন ঘণ্টা ব্যয় করতেন যখন তাঁরা স্কুলে পড়তেন। ওই সময় তাঁরা বই পড়তেন।
আর এই বক্তব্যেই আপত্তি নেটিজেনদের। অনেকেরই কটাক্ষ, যেখানে ৭০ ঘণ্টা কাজের নিদান তিনি নিজেই দিয়েছেন, সেখানে সন্তানদের জন্য এতটা সময় বরাদ্দ করা কী করে সম্ভব হবে। প্রসঙ্গত, এর আগে ইনফোসিসের প্রতিষ্ঠাতা বলেছিলেন, ”ভারতের কর্ম-উৎপাদনশীলতা বিশ্বের মধ্যে সবচেয়ে কম। আমার মতে তরুণদের অবশ্যই বলা উচিত, এটা আমার দেশ। আমি ৭০ ঘণ্টা কাজ করতে চাই।” সেই মন্তব্য নিয়ে দেশভর বিতর্ক ঘনিয়েছিল।