shono
Advertisement

গাম্ভীর্য ছেড়ে চলে গেল নেটদুনিয়ার প্রিয় পুষি, ‘গ্রাম্পি ক্যাট’-এর প্রয়াণে শোকাহত নেটিজেনরা

ফেসবুকে ৮.৫ মিলিয়ন ফলোয়ার রয়েছে এই বিড়ালটির। The post গাম্ভীর্য ছেড়ে চলে গেল নেটদুনিয়ার প্রিয় পুষি, ‘গ্রাম্পি ক্যাট’-এর প্রয়াণে শোকাহত নেটিজেনরা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:06 PM May 18, 2019Updated: 04:06 PM May 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সে ইন্টারনেটে বেশ পরিচিত। কারণ, তাঁর হাবভাব। মুখে যেন কী প্রবল এক গাম্ভীর্য! চোখের কী ভঙ্গিমা! সহজেই যে কারও নজর কাড়তে বাধ্য। কিন্তু কে সে?  ‘গ্রাম্পি ক্যাট’ অর্থাৎ ‘রাগী বিড়াল’ নামেই পরিচিত সে। বাস আমেরিকা লস অ্যাঞ্জেলস। শুক্রবার প্রকাশ্যে এসেছে তার মৃত্যুর খবর। 

Advertisement

[আরও পড়ুন: প্রবল বৃষ্টি থেকে সন্তানকে বাঁচাতে এ কী করল গরিলা! দেখুন ভিডিও]

জানা গিয়েছে, মাত্র ৭ বছর বয়সে মৃত্যু হয়েছে এই ‘গ্রাম্পি ক্যাট’এর। তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও অসংখ্য অনুরাগীরা। তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল সাইটে শোকপ্রকাশ করেছেন অনেকেই। দীর্ঘদিন ধরেই যে পরিবারের সঙ্গে থাকত ওই বিড়ালটি, সেখানকার সদস্যরা জানিয়েছেন, “অত্যন্ত আদরেই আমাদের কাছে থাকত ও। আমাদের পরিবারেরই এক সদস্য ছিল। ও আমাদের সন্তানসম। সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিল ওই বিড়ালটি। পরীক্ষানিরীক্ষার পর মূত্রে সংক্রমণ ধরা পড়েছিল তার। চিকিৎসাও চলছিল গ্রাম্পির। কিন্তু, অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না গ্রাম্পিকে।” 

[আরও পড়ুন:  শিক্ষকের সহযোগিতায় দোকানেই আস্ত লাইব্রেরি খুলে ফেললেন চা-বিক্রেতা]

মিক্সড-ব্রিড এই বিড়ালটির আসল নাম টারদার সস। প্রথম সোশ্যাল সাইটে তার ছবি প্রকাশ্যে আসে ২০১২ সালে। তার ছবি প্রকাশ করেছিলেন এক ব্যক্তি। যদিও তখন এক্কেবারে খুদে ছিল সে। কিন্তু, তাতে কী? হাবভাবের জন্য  প্রথম ছবি প্রকাশ্যে আসার পরেই সকলের নজরে পড়ে এই বিড়াল। এরপর সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশ্যে আসে তার একাধিক ছবি। ধীরে ধীরে নেট দুনিয়ার সেনসেশন হয়ে গিয়েছে সে। ২০১৪ সালে তাকে নিয়ে তৈরি করা হয়েছিল একটা সিনেমাও। ছবির নাম “Grumpy Cat’s Worst Christmas Ever”। ওই ছবির নাম ভূমিকায় অভিনয়ও করেছিল সে। এছাড়া তার ছবি নিয়ে তৈরি হয়েছে অ্যালবাম, খেলনা, আরও কত কী! জানা গিয়েছে, বর্তমানে ফেসবুকে ৮.৫ মিলিয়ন ফলোয়ার রয়েছে এই বিড়ালের। ইনস্টাগ্রামে প্রায় আড়াই মিলিয়ন। আর টুইটারে প্রায় দেড় মিলিয়ন লোকজন ফলো  করে এই গ্রাম্পি ক্যাটকে। তাঁরা সবাই আজ শোকাহত৷

The post গাম্ভীর্য ছেড়ে চলে গেল নেটদুনিয়ার প্রিয় পুষি, ‘গ্রাম্পি ক্যাট’-এর প্রয়াণে শোকাহত নেটিজেনরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার