shono
Advertisement
IPL 2025

ভরসা কোহলি, শক্তিশালী দল গড়েও কোন বিষয়ে চিন্তায় থাকবে আরসিবি? একনজরে শক্তি-দুর্বলতা

রজত পাতিদারের নেতৃত্বের উপর নির্ভর করবে আরসিবি'র ভাগ্য।
Published By: Arpan DasPosted: 03:58 PM Mar 16, 2025Updated: 04:31 PM Mar 16, 2025

আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ২২ মার্চ থেকে শুরু কোটি টাকার লিগ। মহা নিলামের পর কেমন হল কোন দল? কারা বেশি শক্তিশালী? একনজরে সব ফ্র্যাঞ্চাইজির শক্তি বা দুর্বলতা? আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

Advertisement

দুনিয়ার সেরা ক্রিকেটাররা খেলেছেন আরসিবি-তে। তা সত্ত্বেও একবারও ঘরে আসেনি আইপিএল ট্রফি। তিনবার ফাইনাল খেলেও ফিরতে হয়েছে খালি হাতে। এবার কি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ট্রফির খরা কাটবে? মাত্র তিনজনকে রিটেইন করেছিল আরসিবি। নিলামে প্রায় নতুন করে দল গড়েছে তারা। নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে রজত পাতিদারকে। তবে আরসিবি-র মূল চালিকা শক্তি বিরাট কোহলিই। অধরা ট্রফি জিততে 'কিং' কোহলিই আশাভরসা।

স্কোয়াড: রজত পতিদার (অধিনায়ক), বিরাট কোহলি, যশ দয়াল, জস হ্যাজেলউড, ফিল সল্ট, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টোন, রশিখ দার, সুয়শ শর্মা, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, স্বপ্নিল সিং, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, নুয়ান থুসারা, মনোজ ভাণ্ডাগে, জ্যাকব বেথেল, দেবদত্ত পাড়িক্কল, স্বস্তিক চিকারা, লুঙ্গি এনগিডি, অভিনন্দন সিং, মোহিত রাঠি।

শক্তি: বেঙ্গালুরুর বড় ভরসা তাদের ব্যাটিং লাইন আপ। চিন্নাস্বামীর ছোট-পাটা মাঠে ব্যাটারদের যেমন দাপট থাকে, তেমনই বরাবরই ভুগিয়ে এসেছে বোলিং বিভাগ। মোট কথা, টিমে ভারসাম্যের অভাব থাকে। এবার আইপিএল জিততে সেই সমস্যার সমাধান খুঁজেছে আরসিবি। বিরাট কোহলি তো রয়েছেনই, তার সঙ্গে নামবেন মারকুটে ব্যাটার ফিল সল্ট। নীচের দিকে লিভিংস্টোন, টিম ডেভিড বা ক্রুণাল পাণ্ডিয়ারা ঝড় তুলতে পারেন। বোলিং বিভাগে যশ দয়ালকে রিটেইন করে তারা। সঙ্গী হবেন দুই অভিজ্ঞ জস হ্যাজেলউড ও ভুবনেশ্বর কুমার। 

দুর্বলতা: নতুন ও অনভিজ্ঞ অধিনায়ক নিয়ে সমস্যায় পড়তে পারে আরসিবি। প্রত্যাশার চাপ রজত পাতিদার কীভাবে সামলান সেটা দেখার। মাঝের সারিতে জিতেশ শর্মা কেমন পারফর্ম করেন, তার উপর অনেক কিছু নির্ভর করবে। তবে বেঙ্গালুরুর সবচেয়ে বড় সমস্যা স্পিন বিভাগ। লিভিংস্টোন বা ক্রুণালের মতো অলরাউন্ডাররা থাকলেও স্পেশালিস্ট স্পিনার হিসেবে একমাত্র রয়েছেন সুয়শ শর্মা। টি-টোয়েন্টি বিশেষজ্ঞ পেসারের অভাব রয়েছে। জস হ্যাজেলউড কতটা সুস্থ সেটাও নজরে থাকবে।

সম্ভাব্য একাদশ:

ফিল সল্ট
বিরাট কোহলি
রজত পাতিদার (অধিনায়ক)
জিতেশ শর্মা
লিয়াম লিভিংস্টোন
টিম ডেভিড
ক্রুণাল পাণ্ডিয়া
ভুবনেশ্বর কুমার
জস হ্যাজেলউড
সুয়শ শর্মা
যশ দয়াল

ইমপ্যাক্ট প্লেয়ার: স্বপ্নিল সিং/ রশিখ দার

এক্স ফ্যাক্টর: ফিল সল্ট ও ভুবনেশ্বর কুমার। গত আইপিএলে কেকেআরের হয়ে আগুনে ফর্মে ছিলেন ফিল সল্ট। নাইটদের আইপিএল জিততে তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ের ভূমিকা অপরিসীম। যদিও সম্প্রতি সেভাবে ছন্দে নেই। তবে তাঁর সঙ্গে বিরাটের ওপেনিং জুটি পার্থক্য গড়ে দিতে পারে। অন্যদিকে বোলিংয়ে আরসিবি-র অস্ত্র ভুবনেশ্বর কুমার। 'সুইংয়ের রাজা' অনেক প্রশ্নের জবাব দেওয়ার জন্যও তৈরি। ডেথ ওভারে তাঁর বোলিং ম্যাচ জিততে সাহায্য করতে পারে। 

সম্ভাবনা: প্রতিবারই সেরা তারকাদের নিয়ে দল গড়ে আরসিবি। কিন্তু ট্রফি জেতা হয় না। এবারের দলে ভারসাম্য তুলনায় বেশি। বড় ফ্যাক্টর হয়ে উঠবে বিরাট কোহলির ব্যাটিং। তাছাড়া রজত পাতিদারের নেতৃত্বের উপর নির্ভর করবে আরসিবি প্লে অফ পর্যন্ত উঠতে পারে কি না?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুনিয়ার সেরা ক্রিকেটাররা খেলেছেন আরসিবি-তে।
  • তা সত্ত্বেও একবারও ঘরে আসেনি আইপিএল ট্রফি। তিনবার ফাইনাল খেলেও ফিরতে হয়েছে খালি হাতে।
  • নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে রজত পাতিদারকে। তবে আরসিবি-র মূল চালিকা শক্তি বিরাট কোহলিই।
Advertisement