shono
Advertisement

মুম্বই ছাড়া আর কোন দলকে নেতৃত্ব দিতে চান? রোহিতের পুরনো ভিডিও ফের ভাইরাল

হার্দিকের নেতৃত্বে পারফর্ম করতে পারবেন রোহিত?
Posted: 07:49 PM Dec 22, 2023Updated: 07:49 PM Dec 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী আইপিএলে (IPL 2024) তাঁর হাতে আর মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ব্যাটন থাকবে না। ৫০ ওভারের বিশ্বকাপের (ICC World Cup 2023) আগেই নাকি এমন তথ্য জানতে পেরেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)! এমনই চমকে দেওয়া খবর সামনে এসেছিল। এরমধ্যে চলে এল আরও একটা আপডেট। বেশ কয়েক বছর আগে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন রোহিত। সেই সাক্ষাৎকারে নিজের পছন্দের দ্বিতীয় দলের কথা জানিয়েছিলেন হিটম্যান। বলেছিলেন, সুযোগ পেলে তিনি কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়কত্ব করতে চান। সেই পুরনো ভিডিও সোশাল মিডিয়ার সৌজন্যে ফের একবার ভাইরাল হয়েছে।

Advertisement

সেই সাক্ষাৎকারে রোহিতকে প্রশ্ন করা হয়, “মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া আইপিএলে আপনার পছন্দের দ্বিতীয় দল কে? আর কোন দলকে নেতৃত্ব দিতে চান?” রোহিতের জবাব ছিল, “কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের অধিনায়ক হলে খুব ভালো লাগবে। কারণ ইডেন গার্ডেন্সকে ঘিরে আমার অনেক সুখের স্মৃতি রয়েছে।”

[আরও পড়ুন: অভিষেকেই রিচার হাফ সেঞ্চুরি, ব্যাটে দীপ্তি-জেমাইমা-স্মৃতির দাপটে ব্যাকফুটে অস্ট্রেলিয়া]

 

একদিনের ক্রিকেটে সর্বোচ্চ স্কোর রোহিতের ব্যাট থেকেই এসেছে। ২০১৪ সালের ১৩ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্রিকেটের নন্দনকাননে করেছিলেন ১৭৩ বলে ২৬৪ রান। তাঁর সেই মারকুটে মহাকাব্যিক ইনিংস ৩৩টি চার ও ৯টি ছক্কা দিয়ে সাজানো ছিল। এছাড়া ২০১৩ সালে ইডেনেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক ঘটিয়েছিলেন রোহিত। সেই ম্যাচে ৩০১ বলে ১৭৭ রান করেছিলেন হিটম্যান। এমনকি সেই ২০১৩ সালেই রোহিতের অধিনায়কত্বে প্রথমবার আইপিএল জয়ের স্বাদ পেয়েছিল মুম্বই। সেবার ইডেনেই চেন্নাই সুপার কিংসকে ২৩ রানে হারিয়ে ট্রফি হাতে তুলেছিলেন রোহিত।

রোহিত মুম্বইয়ের দায়িত্ব নেন ২০১৩ সালে। তার পর থেকেই মুম্বই সাফল্যের মুখ দেখে। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে হিটম্যানের নেতৃত্বেই। এহেন রোহিতকে ছেঁটে ফেলে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে ২০২৪ সালের ক্রোড়পতি লিগে মুম্বই কেমন পারফরম্যান্স করে সেটাই দেখার।

[আরও পড়ুন: সাক্ষীর পর এবার প্রতিবাদী বজরং, ব্রিজভূষণ ঘনিষ্ঠ নির্বাচন জিততেই ফেরালেন পদ্মশ্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement