সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১৯ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে বসছে আইপিএল (IPL)-এর মিনি নিলামের (IPL Mini Auction 2024) আসর। এরমধ্যে মোট ২৩ জন ক্রিকেটারের বেস প্রাইস থাকছে সর্বাধিক ২ কোটি টাকা। এই ২৩ জনের মধ্যে আবার ৭ জন অস্ট্রেলিয়ার (Australia) ৫০ ওভারের বিশ্বকাপজয়ী দলের সদস্য। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল প্যাট কামিন্স (Pat Cummins) ও ট্রাভিস হেডের (Travis Head)। এবার মোট ৩৩৩ জন ক্রিকেটারকে নিলাম টেবিলে তোলা হবে। যার মধ্যে রয়েছেন ২১৪ জন ভারতীয় এবং ১১৯ জন বিদেশি ক্রিকেটার। দু’জন ক্রিকেটার রয়েছেন অ্যাসোসিয়েট দেশ থেকে। ১৩ জন ক্রিকেটারের ন্যূনতম মূল্য দেড় কোটি টাকা। সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০ লক্ষ টাকা।
এদিকে অলরাউন্ডারদের তালিকায় থাকছেন বিশ্বকাপে সাড়া ফেলে দেওয়া নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র (Rachin Ravindra)। তাঁরও প্রচুর দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও ন্যূনতম দর মাত্র ৫০ লক্ষ টাকা রেখেছেন রাচীন। ভারতীয় দলের হয়ে খেলা ১৪ জন ক্রিকেটার নিলামে উঠবেন। বাংলার হয়ে ক্রিকেট খেলা ৯জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল মহম্মদ শামির (Mohammed Shami) ভাই মহম্মদ কাইফের।
[আরও পড়ুন: কেমন গেল ২০২৩? পন্থ বললেন …]
প্রাথমিকভাবে ১১৬৬ ক্রিকেটারের তালিকা জমা পড়েছিল। সেখান থেকে ৩৩৩ জনের নাম চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে। যাঁদের মধ্যে ১১৯ জন বিদেশি ক্রিকেটার। যাঁদের মধ্যে আবার দু’জন রয়েছেন অ্যাসোসিয়েট দেশের। নেদারল্যান্ডসের জোরে বোলার পল ফান মিকেরেন ও নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইজি। যিনি গতবার ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। ক্যাপড প্লেয়ারদের তালিকায় নামী ভারতীয় ক্রিকেটারেরা হলেন শার্দূল ঠাকুর, হর্ষল প্যাটেল, মণীশ পাণ্ডে ও উমেশ যাদব।
এবার দেখে নিন কোন দলের হাতে কত টাকা আছে…
চেন্নাই সুপার কিংস – ৩১.৪ কোটি
দিল্লি ক্যাপিটালস – ২৮.৯৫ কোটি
গুজরাট টাইটান্স – ৩৮.১৫ কোটি
কলকাতা নাইট রাইডার্স – ৩২.৭ কোটি
লখনউ সুপার জায়ান্ট – ১৩.১৫ কোটি
মুম্বই ইন্ডিয়ান্স – ১৭.৭৫ কোটি
পাঞ্জাব কিংস – ২৯.১ কোটি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ২৩.২৫ কোটি
রাজস্থান রয়্যালস – ১৪.৫ কোটি
সানরাইজার্স হায়দরাবাদ – ৩৪ কোটি
[আরও পড়ুন: ঘোষিত যুব বিশ্বকাপের সূচি, ভারতের প্রথম ম্যাচ কার সঙ্গে?]