shono
Advertisement

Breaking News

IPL 2024: আইপিএলে ২ কোটি টাকা বেস প্রাইস বিশ্বজয়ী প্যাট কামিন্স, ট্রাভিস হেডের! রাচীনের দর কত?

আইপিএল নিয়ে আলোচনা তুঙ্গে।
Posted: 02:24 PM Dec 02, 2023Updated: 02:37 PM Dec 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১৯ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে বসছে আইপিএল-এর মিনি নিলামের (IPL Mini Auction 2024) আসর। এরমধ্যে মোট ২৫ জন ক্রিকেটারের বেস প্রাইস থাকছে সর্বাধিক ২ কোটি টাকা। এই ২৫ জনের মধ্যে আবার ৭ জন অস্ট্রেলিয়ার (Australia) ৫০ ওভারের বিশ্বকাপজয়ী দলের সদস্য। এমনটাই দাবি করা হয়েছে।

Advertisement

প্যাট কামিন্স (Pat Cummins), ট্রাভিস হেড (Travis Head), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্টিভ স্মিথ, জশ ইনগ্লিস ও শন অ্যাবটদের বেস প্রাইস ২ কোটি টাকা করে। ভারতের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে শতরান করেছিলেন জশ ইনগ্লিস। তাঁকে দলে নেওয়ার জন্য নিলাম টেবলে ঝড় উঠতে পারে।

[আরও পড়ুন: ‘এক ঢিলে দুই পাখি’, অজিদের টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে পাকিস্তানের কোন রেকর্ড ভাঙল টিম ইন্ডিয়া?]

এদিকে বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করার পর থেকেই রাচীন রবীন্দ্রকে (Rachin Ravindra) নিয়ে আলোচনা চলছে। শোনা যাচ্ছে তাঁকে নেওয়ার জন্য প্রতিটি দলে মুখিয়ে রয়েছে। নিউজিল্যান্ডের তরুণ অলরাউন্ডার ১০ ম্যাচে করেছিলেন ৫৭৮ রান। সর্বাধিক ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১২৩ রান। গড় ৬৪.২২। ১০৬.৪৪ স্ট্রাইক রেট বজায় রেখে করেছিলেন ৩টি শতরান ও ২টি অর্ধ শতরান। তাঁকে নিয়ে ক্রিকেট দুনিয়া তোলপাড় হলেও, রাচীন তাঁর বেস প্রাইজ রেখেছেন মাত্র ৫০ লাখ টাকা। যদিও আশা করা হচ্ছে তরুণ কিউই অলরাউন্ডারকে নিয়ে নিলাম মঞ্চে উঠবে ঝড়।

এছাড়া সানরাইজার্স হায়দরাবাদ থেকে ছেড়ে দেওয়া ইংল্যান্ড তারকা হ্যারি ব্রুক। ভারতীয়দের মধ্যে এই তালিকায় রয়েছেন আরসিবির ছেড়ে দেওয়া হর্ষল প্যাটেল, কেকেআর থেকে ছাঁটাই হওয়া শার্দূল ঠাকুর, উমেশ যাদবদের নাম।

ফ্র্যাঞ্চাইজিদের কাছে যে ১১৬৬ জনের তালিকা গিয়েছে তাতে অ্যাসোসিয়েট দেশের ৪৫ জন, দেশের হয়ে খেলেননি বা আনক্যাপড ৮১২ জনের নাম রয়েছে। ভারতীয় দলের হয়ে খেলা ১৮ জন ক্রিকেটারের পাশাপাশি তালিকায় আনক্যাপড ভারতীয়র সংখ্যা ৮১২। এবারের মিনি নিলাম থেকে সর্বাধিক ৩০ বিদেশি-সহ ৭৭ জমকে নিতে পারবে ১০টি দল। মোট খরচ করতে পারবে ২৬২.৯৫ কোটি টাকা।

[আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির খেলা নিয়ে ‘বিরাট’ অনিশ্চয়তা! কিন্তু কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement