সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে ‘নেক্সট বিগ থিং ইন ইন্ডিয়ান ক্রিকেট’ বলা হচ্ছে। তিনি ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স’। এহেন শুভমান গিলের (Shubman Gill) হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দিল গুজরাট টাইটান্স (Gujarat Titans)। হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) ফের একবার মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) ফিরতেই পঞ্জাব তনয় গুজরাটের বাড়তি দায়িত্ব নিয়েছেন। তাঁকে আগামী আইপিএল-এ গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে দেখা যাবে। তবে গুজরাট টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারছেন না হর্ষ ভোগলে (Harsha Bhogle)। তাঁর দাবি, এত কম বয়সে অধিনায়কত্বের বোঝা শুভমানের উপর প্রভাব ফেলবে। তাই কেন উইলিয়ামসনের নেতৃত্বে শুভমানের এক মরশুম খেলা উচিত ছিল।
প্রখ্যাত ধারাভাষ্যকার হর্ষ ভোগলে X হ্যান্ডেলে লিখেছেন, ‘আমার ধারণা শুভমানের জীবনে সবকিছু খুব দ্রুততার সঙ্গে ঘটছে। চলতি বছর শুভমান দারুণ ফর্মে রয়েছে। এবং ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ, আগামী বছরের জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। এতগুলো বড় সিরিজের কথা মাথায় রেখে, ওর নিজের ব্যাটিংয়ের দিকেই মন দেওয়া উচিত ছিল। ভবিষ্যতে অধিনায়ক হিসেবে সাফল্য পেতে হলে শুভমানের কাছে সবচেয়ে বড় উদাহরণ হয়ে থাকতে পারত কেন উইলিয়ামসন। আমার মনে হয় কেন উইলিয়ামসনের অধিনায়কত্বে শুভমান আরও এক মরশুম খেললে ওর পক্ষে ভালো হত।’
[আরও পড়ুন: বিশ্বকাপে যোগ্যতা না পাওয়া দেশই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক! আবেদন ঘিরে জল্পনা তুঙ্গে]
আইপিএল কেরিয়ারের ৯১ ম্যাচে মোট ২৭৯০ রান করেছেন শুভমান। গড় ৩৭.৭০। ১৩৪.০৭ স্ট্রাইকরেট বজায় রেখে করেছেন ৩টি শতরান ও ১৮টি অর্ধশতরান। গত ক্রোড়পতি লিগের ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে গুজরাট হারলেও, শুভমান সবচেয়ে বেশি রান করেছিলেন। ১৭টি ম্যাচে তাঁর রান ছিল ৮৯০। গড় ৫৯.৩৩। ১৫৭.৮০ স্ট্রাইকরেট বজায় রেখে করেছিলেন ৩টি শতরান ও ৪টি অর্ধশতরান।
অন্যদিকে বিশ্বকাপের আগে তাঁকে নিয়ে অনেক চর্চা হলেও, সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি শুভমান। ৯ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ৩৫৪ রান। সর্বোচ্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯২। গড় ৪৪.২৫। শতরানের মুখ না দেখলেও, ১০৬.৯৪ স্ট্রাইকরেট বজায় রেখে করেছিলেন ৪টি অর্ধশতরান। আর তাই শুভমানকে ব্যাটিংয়ে মন দেওয়ার পরামর্শ দিলেন ভারতের ‘ভয়েস অফ ক্রিকেট’।