shono
Advertisement

IPL Auction 2024: ক্রোড়পতি লিগের নিলামে বাংলার কতজন ক্রিকেটার? কাদের দিকে থাকবে নজর?

নিলাম টেবলে কার ভাগ্য খুলবে?
Posted: 09:35 AM Dec 12, 2023Updated: 12:35 PM Dec 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুকেশ কুমার (Mukesh Kumar), অভিষেক পোড়েল (Avishek Porel), আকাশদীপ (Akashdeep), শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। বাংলার (Bengal) চার ক্রিকেটার ইতিমধ্যেই আইপিএল (IPL) জগতে নিজেদের তুলে ধরেছেন। মহম্মদ শামি (Mohammed Shami) অনেক বছর ধরেই ধারাবাহিকভাবে ক্রোড়পতি লিগে দাপট দেখাচ্ছেন। কিন্তু প্রশ্ন হল বাকি বঙ্গ ক্রিকেটারদের ভাগ্য কি খুলবে? আইপিএল মিনি নিলামের (IPL Mini Auction 2024) প্লেয়ারদের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই (BCCI)। মোট ৩৩৩ জনের তালিকা প্রকাশ হয়েছে। রিটেন লিস্টে বাংলার অনেক ক্রিকেটারই রয়েছেন। তেমনই নিলামের তালিকাতেও ( IPL Auction 2024) বাংলার একঝাঁক ক্রিকেটার। রয়েছেন বাংলার অধিনায়ক সুদীপ ঘরামিও।

Advertisement

এবার মোট ৯ জন ক্রিকেটার আইপিএলের ( IPL 2024) মিনি নিলামে নাম লিখিয়েছেন। তাঁরা হলেন— ঈশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি, শশাঙ্ক সিং, ঋত্বিক চট্টোপাধ্যায়, মহম্মদ কাইফ, কৌশিক মাইতি, শাকির গান্ধী ও রবি কুমার। এদের মধ্যে বিশেষ নজর থাকতে পারে মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফের দিকে। বাংলার হয়ে বেশ ভালো পারফর্ম করেছেন এই ডানহাতি বোলার। এমনকি বাংলা বিজয় হাজারে ট্রফি থেকে ছিটকে গেলেও, কাইফের পারফরম্যান্স ছিল বেশ ভালো। ৭ ম্যাচে নিয়েছেন ১২টি উইকেট। সেরা পারফরম্যান্স গোয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে নিয়েছিলেন ৩৯ রানে ৩ উইকেট। তাঁকে কোন দল কিনে নেয় কিনা সেটাই দেখার।

[আরও পড়ুন: আইপিএলের নিলামে উঠছেন কতজন ক্রিকেটার? বিশ্বজয়ী প্যাট কামিন্স, ট্রাভিস হেডের বেস প্রাইস কত?]

ভারত এ দলে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। নিলামে রয়েছেন তিনিও। এ ছাড়া নাম রয়েছে সুদীপ ঘরামিরও। গত আইপিএলের মাঝে সুদীপকে ট্রায়ালে ডেকেছিল কলকাতা নাইট রাইডার্স। তাঁকে নেওয়ার সম্ভাবনাও ছিল। শেষ অবধি অবশ্য তাঁকে নেয়নি কেকেআর। বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে গুজরাটের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন সুদীপ। এ ছাড়াও বাংলার ক্রিকেটারদের মধ্যে ঋত্বিক চট্টোপাধ্যায়, ঈশান পোড়েলরা রেজিস্ট্রেশন করেছেন। এবার দেখার কার ভাগ্য খোলে সেটাই দেখার।

[আরও পড়ুন: কেন পিঙ্ক বল টেস্টের প্রতি আগ্রহ কমছে? জেনে নিন আসল কারণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement