সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাহসা কাণ্ডের পুনরাবৃত্তি ইরানে! ‘ঠিকমতো’ হিজাব না পরায় পুলিশি মারে প্রাণ হারাল এক কিশোরী। আরমিতা জেরাভান্দ নামের ওই কিশোরী ২৮ দিন কোমায় ছিলেন। অবশেষে শনিবার মৃত্যু হল তার।
সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা যাচ্ছে, হিজাব না পরায় আক্রমণের মুখে পড়তে হয়েছিল আরমিতা জেরাভান্দ নামের ১৬ বছরের ওই তরুণীকে। গত ৩ অক্টোবর তেহরান মেট্রোয় ওই কিশোরীকে প্রবল মারধর করে সরকারি বাহিনীর লোকজন। শোনা গিয়েছিল, ঘটনাটি চেপে যাওয়ার জন্য তার পরিবারের উপর চাপ তৈরি করছে প্রশাসন। অবশেষে হাসপাতালে মৃত্যু হল সেই কিশোরীর।
[আরও পড়ুন: পাতায় পাতায় বিপুল লেনদেনের হিসাব! আর কী রয়েছে জ্যোতিপ্রিয়র নাম লেখা ‘মেরুন ডায়েরি’তে?]
উল্লেখ্য, ২০২২-এর ১৬ সেপ্টেম্বর ইরানে নীতি পুলিশের মারে মৃত্যু হয় ২২ বছরের কুর্দ তরুণী মাহসা আমিনির। জানা যায়, হিজাব না পরায় তাঁকে আটক করেছিল পুলিশ। হেফাজতে থাকাকালীনই নীতি পুলিশের মারে মৃত্যু হয় মাহসার। মাহসা আমিনির মৃত্যুতে কেঁদেছিল গোটা দুনিয়া। চোখের জল ফেলেছে ইরানও (Iran)।
হিজাবের শিকল ভেঙে ফেলতে বেনজির গণউত্থানের সাক্ষী থেকেছে ইসলামিক দেশটি। তবে ‘মোল্লাতন্ত্রে’র নিয়ন্ত্রণে থাকা তেহরানে পরিস্থিতি বিশেষ পালটায়নি। রাষ্ট্রের মদতে নারী নির্যাতন অব্যাহত। ফের তাণ্ডব শুরু করেছে নীতি পুলিশ। সেই নির্যাতনের শিকার হয়েই প্রাণ গেল আর এক কিশোরীর, অভিযোগ তেমনই।