shono
Advertisement

কুর্দদের কাছে কী অদ্ভুত আবদার করল ধৃত আইএস জঙ্গি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরাকের খ্রিষ্টান অধ্যুষিত এলাকা তেল আসকুফ৷ খ্রিষ্টান অধ্যুষিত হওয়ায় বরাবরই আইএসদের সহজ লক্ষ্য এই শহর৷ সম্প্রতি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে ছোট্ট শহরটি৷ এবারেও বিস্ফোরণ ঘটানোর অভিযোগ ওঠে আইএসদের বিরুদ্ধে৷ তবে এই ঘটনায় এক আইএস জঙ্গিকে কেন্দ্র করে অদ্ভুত সমস্যায় পড়ে কুর্দ সেনারা৷ এমনও যে সমস্যা আসতে পারে রণাঙ্গনে, তা বোধহয় দুঃস্বপ্নে ভাবতে […] The post কুর্দদের কাছে কী অদ্ভুত আবদার করল ধৃত আইএস জঙ্গি? appeared first on Sangbad Pratidin.
Posted: 03:01 AM May 17, 2016Updated: 09:31 PM May 16, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরাকের খ্রিষ্টান অধ্যুষিত এলাকা তেল আসকুফ৷ খ্রিষ্টান অধ্যুষিত হওয়ায় বরাবরই আইএসদের সহজ লক্ষ্য এই শহর৷ সম্প্রতি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে ছোট্ট শহরটি৷ এবারেও বিস্ফোরণ ঘটানোর অভিযোগ ওঠে আইএসদের বিরুদ্ধে৷ তবে এই ঘটনায় এক আইএস জঙ্গিকে কেন্দ্র করে অদ্ভুত সমস্যায় পড়ে কুর্দ সেনারা৷ এমনও যে সমস্যা আসতে পারে রণাঙ্গনে, তা বোধহয় দুঃস্বপ্নে ভাবতে পারেনি কুর্দরা৷

Advertisement

কী সেই অদ্ভুত ঘটনা?

এক জঙ্গির আত্মঘাতী ভেস্টটি ঠিক সময় না ফাটার জন্য তাকে জীবিত ধরতে সক্ষম হয় কুর্দরা৷ তাই অন্য জঙ্গিদের আত্মঘাতী বিস্ফোরণে গুরুতর জখম হলেও প্রাণে বেঁচে যায় ওই জঙ্গি৷ তারপরই কুর্দদের কাছে অদ্ভুত আবদারে করে বসে সে৷ কুর্দদের ওই জঙ্গি বলে, ‘ঘটনার দিনটি ইসলাম ধর্মে একটি পবিত্র দিন৷ ওই দিন হজরত মহম্মদ জেরুজালেমে যান এবং আল্লাহ-র দেখা পান৷ তাই প্রতি বছর ওই দিনটি ধর্মপ্রাণ মুসলমানরা নিষ্ঠার সঙ্গে পালন করেন  আর এই বছর সেই দিনটিতেই বিস্ফোরণ ঘটায় কট্টর জঙ্গিরা৷ তাই কুর্দদের কাছে সে দাবি করে বিকেল চারটের মধ্যে তাকেও মেরে ফেলা হোক৷ কারণ হিসেবে সে বলে, না হলে তার স্বর্গে যাওয়া হবে না৷ দাবি মতো ওই জঙ্গির কথা শুনেছিল কি না কুর্দরা তা অবশ্য জানা যায়নি৷

 

The post কুর্দদের কাছে কী অদ্ভুত আবদার করল ধৃত আইএস জঙ্গি? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement