shono
Advertisement

ইসলামাবাদ হাই কোর্টে আগাম জামিন মঞ্জুর ইমরানের, স্বস্তি সন্ত্রাস বিরোধী আদালতেও

ঘৃণাভাষণ, খুন-সহ একাধিক মামলায় জামিন ইমরানের।
Posted: 04:38 PM May 16, 2023Updated: 04:40 PM May 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলামাবাদ হাই কোর্টে (Islamabad High Court) বড়সড় স্বস্তি পেলেন ইমরান খান (Imran Khan)। বেশ কয়েকটি মামলায় আগাম জামিন দেওয়া হল প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে। তার মধ্যে অন্যতম ছিল ঘৃণাভাষণের অভিযোগ। অন্যদিকে, সন্ত্রাসবিরোধী আদালতের তরফেও আগামী শুক্রবার পর্যন্ত ইমরানের জামিন মঞ্জুর করা হয়েছে। প্রসঙ্গত, ছ’টি মামলায় আগাম জামিনের আরজি সোমবারই লাহোর হাই কোর্টের (Lahore High Court) দ্বারস্থ হয়েছিলেন ইমরান। সেই আবেদনের রায়দান আপাতত স্থগিত আছে।

Advertisement

ইমরানের বিরুদ্ধে সব মিলিয়ে ১২০টি মামলা রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি মামলা ইসলামাবাদ হাই কোর্টে দায়ের হয়েছিল। মঙ্গলবার আদালতের তরফে জানানো হয়, আগামী ৮ জুন পর্যন্ত ইমরান খানকে জামিন দেওয়া হল। কোনও মামলাতেই তাঁকে আটক করা যাবে না। একই দিনে সন্ত্রাসবিরোধী আদালতেও স্বস্তি পেলেন তিনি। জামান পার্ক হিংসা ও জিলা শাহ খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৯মে পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। এমনকি মামলার শুনানিতে ইমরানের হাজিরা বাধ্যতামূলক নয় বলেই জানিয়েছে আদালত।

[আরও পড়ুন: ‘একবছর পর চাকরি কেড়ে নেওয়া কাম্য নয়’, আদালতের রায়ে কান্নায় ভেঙে পড়লেন ববিতা]

অন্যদিকে, সোমবারেই লাহোর হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন ইমরান। পাঞ্জাব প্রদেশে তাঁর বিরুদ্ধে যে মামলাগুলি রয়েছে, তাতে গ্রেপ্তারির আশঙ্কা এড়াতে বিচারবিভাগের দ্বারস্থ হন তিনি। তবে শুনানির পরে আপাতত রায়দান স্থগিত রেখেছে লাহোর হাই কোর্ট। কবে এই মামলার রায় বেরবে, তা অবশ্য জানা যায়নি। প্রসঙ্গত, গত মঙ্গলবার আদালতে হাজিরা দিতে গিয়েই পাক রেঞ্জার্সের হাতে গ্রেপ্তার হন ইমরান। পরে পাক সুপ্রিম কোর্ট জানায়, ইমরানের গ্রেপ্তারি বেআইনি।

ইমরানকে মুক্তি দেওয়ার কারণে পাকিস্তানের (Pakistan) বিচারবিভাগকে তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এমনকি তিনি দাবি করেন, পিটিআইয়ের হয়েই কাজ করছে পাক সুপ্রিম কোর্ট। ইমরানের গ্রেপ্তারি বেআইনি ঘোষণা হতেই সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ সাফ জানিয়ে দেন, খুব তাড়াতাড়িই আবারও গ্রেপ্তার করা হতে পারে ইমরানকে। জানা গিয়েছে, জামিন পেলেও ইসলামাবাদ ছেড়ে লাহোরের বাসভবনে ফিরতে চাননি পিটিআই প্রধান। তাঁর আশঙ্কা ছিল, খানিক্ষণের মধ্যেই ফের গ্রেপ্তার হতে পারেন। যদিও শনিবার লাহোর ফিরে গিয়েছেন ইমরান। 

[আরও পড়ুন: জামা মসজিদের নিচে কৃষ্ণমূর্তি! হিন্দু ট্রাস্ট্রের মামলা গ্রহণ করে বিশেষ নির্দেশ আদালতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement