shono
Advertisement

Breaking News

গাজার মানুষকে মিশরে হটিয়ে দেওয়ার ছক ইজরায়েলের

দ্বিতীয় নাকবার প্রস্তুতি!
Posted: 04:47 PM Oct 31, 2023Updated: 04:47 PM Oct 31, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজা (Gaza) ভূখণ্ডকে একেবারে জনশূন্য করে ফেলার পরিকল্পনা করছে ইজরায়েল (Israel)। সেখানকার সাধারণ মানুষকে মিশরের সিনাইতে সরিয়ে দিতে হামাস জঙ্গিদের নিকেশ করা হবে, এমনই ছক কষছে ইজরায়েলের সেনা। ফলে এক ধাক্কায় ভিটেছাড়া হবেন ২৩ লক্ষ প্যালেস্তিনীয় মানুষ। ১৯৪৮ সালের মতো ফের বিশাল মাপের বিপর্যয় নেমে আসবে আরবদের উপর। ইজরায়েলের এই পরিকল্পনার কথা জানতে পেরেই তীব্র বিরোধিতা করেছে প্যালেস্টাইন (Palestine) ও মিশর (Egypt)।

Advertisement

সূত্রের খবর, ইজরায়েলের গোয়েন্দা বিভাগ ‘কনসেপ্ট পেপার’ নামে একটি নথি প্রকাশ করেছে। সেখান থেকেই জানা যাচ্ছে, গাজার সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হবে সিনাইয়ের উত্তরদিকে। মরুভূমি এলাকায় তাদের জন্য শহরও গড়ে দেওয়া হবে। তার পর বিশেষ সিকিউরিটি জোন গড়ে তোলা হবে যেন প্যালেস্তিনীয়রা ইজরায়েলে ফিরে আসতে না পারে। তবে গাজাকে জনশূন্য করে দেওয়ার পর সেখানে কী হবে, তা নিয়ে অবশ্য এখানে কিছুই লেখা নেই।

[আরও পড়ুন: দুর্গাপুজোর পর নভেম্বর জুড়ে ১৩ দিন ছুটি! হিসেবনিকেশ শুরু সরকারি কর্মীদের মধ্যে]

বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের এই পরিকল্পনার বিষয়টি প্রকাশ্যে আসতেই প্যালেস্টাইনের প্রেসিডেন্টের মুখপাত্র সাফ জানান, উচ্ছেদ সংক্রান্ত যেকোনও রকম সিদ্ধান্তের বিরোধী তাঁরা। যদি গাজার মানুষকে সরিয়ে দেওয়ার কথা বলা হয় সেটা যুদ্ধ ঘোষণার সমান। ১৯৪৮ সালে পুনরাবৃত্তি হতে দেবে না বলে পণ করেছে প্যালেস্টাইন। অন্যদিকে, মিশর সরকারিভাবে কোনও বিবৃতি না দিলেও শরণার্থীদের বোঝা বাড়াতে রাজি নয় তারা।

প্রসঙ্গত, ১৯৪৮ সালে ইজরায়েল গঠনের সময়ে দেশছাড়া হন বহু আরব নাগরিক। গাজায় গিয়ে আশ্রয় নেন তাঁরা। অন্যদিকে, ১৯৬৭ সালে মিশরের সিনাই অঞ্চলটি দখল করেছিল ইজরায়েল। পরবর্তীকালে তা মিশরের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে হামাসের মোকাবিলা করতে গিয়ে গাজার সাধারণ মানুষকে সিনাইতে সরিয়ে দেওয়ার যে পরিকল্পনা, তাতে সিঁদুরে মেঘ দেখছে মিশর। তাদের ধারণা, গাজার সমস্যাকে এবার মিশরের দিকে ঠেলে দিতে চাইছে ইজরায়েল। শরণার্থী সমস্যার পাশাপাশি হামাসের কার্যকলাপ বাড়তে পারে মিশরে, রয়েছে সেই আশঙ্কাও।

[আরও পড়ুন:বড় সার্টিফিকেট! প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেপ্তারির মাঝেই রাজ্যে রেশন বণ্টনের প্রশংসায় দিল্লি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement