সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার গাজায় (Gaza) পরমাণু বোমা ফেলবে ইজরায়েল? সেরকমই ইঙ্গিত দিলেন ইজরায়েলের (Israel) ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহু। গাজার সাধারণ মানুষকে নাৎসি বলে অভিহিত করেন তিনি। তবে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সম্ভাবনার কথা একেবারে উড়িয়ে দিয়েছেন। তবে মন্ত্রীর এই মন্তব্যের পরে তুমুল নিন্দায় সরব হয়েছেন ইজরায়েলের বিরোধীরা।
হামাসের (Hamas) বিরুদ্ধে পালটা প্রত্যাঘাত করেছে ইজরায়েলের সেনা। হামাসকে একেবারে নিঃশেষ করে ফেলার ডাক দিয়েছেন নেতানিয়াহু। গাজার ভূখণ্ডে ঢুকে জঙ্গিদমন অভিযান চালাচ্ছে ইজরায়েলের সেনা। এহেন পরিস্থিতিতে একটি সাক্ষাৎকারে সেদেশের মন্ত্রী বলেন, যারা হামাসের পতাকা ওড়ায় তাদের এই পৃথিবী থেকে মুছে ফেলতে হবে। সেখানেই ইজরায়েলের মন্ত্রীর মুখে শোনা যায়, হামাসের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহার করতে পারে ইজরায়েলের সেনা।
[আরও পড়ুন: প্যালেস্তিনীয়দের দুর্দশা সহ্য করা যাচ্ছে না! ইজরায়েল-হামাস সংঘর্ষ নিয়ে মুখ খুললেন ওবামা]
এই মন্তব্য প্রকাশ্যে আসতে তুমুল বিতর্ক শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে টুইট করে নেতানিয়াহু বলেন, বাস্তবের ভিত্তিতে এই মন্তব্য করেননি মন্ত্রী। সাধারণ নির্দোষ মানুষের যেন কোনও ক্ষতি না হয় সেজন্য ইজরায়েলের সেনা বরাবরই সচেষ্ট। এই যুদ্ধে জয় না পাওয়া পর্যন্ত এভাবেই আমরা সংগ্রাম চালিয়ে যাব।” তবে এই মন্তব্যের পরে সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন ইজরায়েলের বিরোধী দলনেতা ইয়ায়ির লাপিদ।
তবে বিতর্কের মধ্যেই সাফাই দিয়েছেন ইজরায়েলের মন্ত্রী। তাঁর মতে, আক্ষরিক অর্থে মোটেও বোমা ফেলার কথা বলেননি তিনি। তবে সন্ত্রাসবাদ একেবারে মেনে নেওয়া যায় না। সন্ত্রাসের পালটা শক্ত জবাব দিতে হবে।