সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজার আল-আহলি আরব হাসপাতালে আছড়ে পড়েছিল গোলা। প্রাণ হারিয়েছিলেন পাঁচশোরও বেশি মানুষ। অসামরিক সাধারণ মানুষের উপর হামলার ঘটনায় গোটা পৃথিবীর নিন্দার মুখে পড়েছে ইজরায়েল। যদিও তারা অস্বীকার করেছিল, এই হামলা তারা চালায়নি। এর মধ্যেই ফের তেল আভিভের বিরুদ্ধে অভিযোগ উঠল অ্যাম্বুল্যান্সের উপরে বিমান হামলা চালানোর!
গাজার (Gaza) স্বাস্থ্য মন্ত্রকের দাবি, ইজরায়েলের (Israel) হামলায় অ্যাম্বুল্যান্সের ১৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৬০। সারা রাত ধরে গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা, অভিযোগ তেমনই।
[আরও পড়ুন: বাঙালি থ্রিলার ‘ছোটলোক’-এর রক্তমাংসের ‘হিরো’ সাবিত্রীর গল্প শোনালেন পরিচালক ইন্দ্রনীল]
এদিকে ইজরায়েলে এসেছেন মার্কিন বিদেশ সচিব ব্লিঙ্কেন। তিনি সাক্ষাৎ করেন বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে। আলোচনায় আমেরিকার তরফে ইজরায়েলকে যুদ্ধবিরতির পথে হাঁটার আর্জি জানানো হয়। কিন্তু নেতানিয়াহু জানিয়ে দিলেন, যতক্ষণ না গাজার আটক ইজরায়েলি পণবন্দিদের মুক্তি দিচ্ছে হামাস, ততক্ষণ যুদ্ধ থামাবেন না তাঁরা।
উল্লেখ্য, গাজায় ইজরায়েলি হামলায় অন্তত ৯ হাজার ২২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৮২৬ জন শিশু। অন্যদিকে হামাসের হামলায় ইজরায়েলে ১ হাজার ৪০০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই সংঘর্ষে মৃতের সংখ্যা ১০ হাজার পেরিয়ে গিয়েছে।