সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশাল ট্যাঙ্কবাহিনী নিয়ে গাজা ভূখণ্ডে প্রবেশ করেছে ইজরায়েলের সেনা। উত্তর ও দক্ষিণ গাজাকে যুক্ত করা সালা-আল-দিন রোডে টহল দিচ্ছে ইজরায়েলি ট্যাঙ্ক। গাজার ওই লাইফলাইন সড়কটি কার্যত অবরুদ্ধ।
সোমবার গাজা শহরের একেবারে ভিতরে ঢুকে পড়েছে ইজরায়েলের সেনা বাহিনী। যা নিয়ে ইজরায়েলি ডিফেন্স ফোর্সের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামাসের ৬০০টি নিশানা লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। স্থল-অভিযানের পাশাপাশি হামলা চলছে আকাশপথেও। এদিনই সালা-আল-দিন রোডে ইজরায়েলের ট্যাঙ্কের সামনে চলে আসে একটি গাড়ি। সঙ্গে সঙ্গে গাড়িটিকে লক্ষ করে ছোড়া হয় গোলা।
[আরও পড়ুন: ‘যুদ্ধবিরতি মানেই আত্মসমর্পণ’, গাজায় রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি নেতানিয়াহুর]
সেখানকার এক বাসিন্দা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, “ইজরায়েলের সেনা সালা-আল-দিন রোড বন্ধ করে দিয়েছে। যে গাড়িগুলো তাদের পথে আসছে সবগুলোতে হামলা করে উড়িয়ে দেওয়া হচ্ছে।” ইতিমধ্যেই ইজরায়েলি সেনার সঙ্গে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের তীব্র লড়াই চলছে উত্তর গাজায়। হামলা চালানো হচ্ছে জেহাদিদের একের পর এক ডেরায়। যেকোনও সময় এই অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে তেল আভিভ।
সোমবার আরও একবার রক্তক্ষয়ী এই সংঘাত নিয়ে কড়া হুঁশিয়ারি দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর সাফ কথা, “গাজায় যুদ্ধবিরতি হবে না। লড়াই থামানো মানেই হামাসের কাছে আত্মসমর্পণ।” ফলে হামাসের সঙ্গে ইজরায়েলের সাম্প্রতিক সংঘর্ষ যে আদতে অস্তিত্ব রক্ষার লড়াই তা স্পষ্ট।