shono
Advertisement

১০ লক্ষ টাকার শপিং! আমলার স্ত্রীকে নোটিস আয়কর দফতরের

স্ত্রীর কীর্তিতে অফিসারের যুক্তি, মানসিক সমস্যা রয়েছে তাঁর৷
Posted: 07:47 PM Oct 02, 2016Updated: 03:35 PM Oct 02, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শপিং করতে ভালবাসেন৷ তাই করেছিলেন৷ খরচটা একটু বেশিই হয়ে গিয়েছিল৷ এই ১০ লক্ষ টাকার মতো৷ এতেই মধ্যপ্রদেশের আইএএস অফিসারের স্ত্রীকে নোটিস পাঠাল আয়কর দফতর৷

Advertisement

খুব কম সময়ের মধ্যে এই শপিং করেছেন অভিযুক্ত৷ স্ত্রীর কীর্তিতে আইএএস অফিসারের বক্তব্য, মানসিক সমস্যায় ভুগছেন তিনি৷ তাঁর ‘কম্পালসিভ বাইং ডিসঅর্ডার’ রয়েছে৷ সেই কারণেই গুচ্ছ গুচ্ছ শপিং করে ফেলেন৷ পরে বিপাকে পড়তে হয় আইএএস অফিসারকে৷

অনলাইনে শপিং করেছিলেন অফিসারের স্ত্রী৷ অনলাইনে যাঁরা শপিং করেন, তাঁদের নজরে রাখার জন্য একটি বিশেষ সফটওয়্যার রয়েছে আয়কর দফতরের৷ এর মাধ্যমেই কোনও ব্যক্তির অনলাইন শপিংয়ের বহর দেখে তাঁরা বুঝে নিতে পারে সেই ব্যক্তির আনুমানিক আয় কত হতে পারে৷ তারপর সেই টাকার পরিমান তাঁর ট্যাক্স রিটার্নের সঙ্গে মিলিয়ে দেখা হয়৷

আয়কর দফতর সূত্রে খবর, অর্থের এই পরিমান মেলানোর পরই আইএএস অফিসারের বাড়িতে নোটিস পাঠানো হয়েছে৷ যাতে স্ত্রীর অসুস্থতার দোহাই দিয়ে বাঁচতে চাইছেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement