সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঙ্গনা মানেই বিতর্ক। কঙ্গনা মানেই এমন কিছু মন্তব্য, যা শুনলে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠবে সবাই। এখন তো কঙ্গনার কাঁধে আরও বেশি দায়িত্ব। কারণ, তিনি এখন আর শুধু অভিনেত্রী নন, তিনি ছবির পরিচালক ও প্রযোজকও বটে। এই যেমন, সদ্য় কঙ্গনা শেষ করেছেন নতুন ছবি ‘ইমার্জেন্সি’। আর সেই ছবি নিয়েই নানা সময়ে নানা কথা লিখে যাচ্ছেন। এই যেমন, কঙ্গনা লিখলেন, মাত্র ৫০০ টাকা নিয়ে বলিউড পা রেখেছিলেন কঙ্গনা। কঙ্গনার কাছে তিনি লড়াকু। সম্পত্তি বন্দক রেখে ছবি তৈরি করেছেন।
সম্প্রতি কঙ্গনা এক সাক্ষাৎকারে বললেন, “প্রতি মুহূর্তেই চ্যালেঞ্জ নিয়ে গিয়েছি। যখন মুম্বইয়ে পা রেখেছিলাম, সঙ্গে ছিল মাত্র ৫০০ টাকা। তাই যদি সর্বস্বান্তও হয়ে যাই, আবার শক্তি সঞ্চয় করে ঘুরে দাঁড়াতে পারব, সেই সাহস আছে। টাকাপয়সা, সম্পত্তি আমার কাছে বড় নয়। এ সবের কোনও অর্থ নেই।”
প্রসঙ্গত, এত কিছু ঘটে গেলেও কঙ্গনা কিন্তু একই রয়েছেন। মুখ খুলছেন, আর তা খুলতেই বিতর্ক। আর এবার পাঠানকে ইঙ্গিত করে বলিউডকে ফের একহাত নিলেন কঙ্গনা (Kangana Ranaut)। টুইটে স্পষ্ট লিখলেন, ছবি যেমনই হোক, টাকার অঙ্কই সব!
[আরও পড়ুন: ‘ও সচ্চা মুসলিম নয়, ওকে গুলি করে মেরে ফেলা হোক!’ শাহরুখকে খুনের হুমকি মৌলবির ]
মুক্তি পেতেই ‘পাঠান’ জ্বরে কাবু গোটা দেশ। কলকাতা থেকে কানপুর শাহরুখ ভক্তরা প্রেক্ষাগৃহর সামনে হইচইয়ে মেতে উঠেছে দিনভর। ঠিক এই সময়ই ইনস্টাগ্রামে বোমা ফাটালেন কঙ্গনা। ‘পাঠান’ ছবির দুর্দান্ত ওপেনিংকে ইঙ্গিত করে কঙ্গনা লিখলেন, ‘বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি মূর্খদের জায়গা। নোংরামি ছাড়া কিছু হয় না এখানে। যখনই কোনও সৃষ্টি বা রক্ত জল করা প্রয়াস সামনে আসে, আপনার মুখে ছুড়ে দেওয়া হবে অর্থের ঝঙ্কার। সিনেমা কতটা ভাল হল, তা মাপা হবে টাকার অঙ্কে। তা হলে শিল্পের আর দরকার কী? খুব করুণা হয়।’
পরে অবশ্য ‘পাঠান’ দেখে প্রশংসাও করেছেন কঙ্গনা। প্রসঙ্গত, ২০২১ সালের মে মাসে কঙ্গনার টুইটার প্রোফাইল সাসপেন্ড করা হয়েছিল। তার প্রায় কুড়ি মাস পর টুইটারে প্রত্যাবর্তন হল অভিনেত্রীর।
[আরও পড়ুন: এক সিরিজে ৬ পরিচালক, বলিউডে নতুন চমক দিতে চলেছেন বিবেক অগ্নিহোত্রী]