shono
Advertisement

ভোটের মুখে রক্তাক্ত বিহার! প্রচারে আসা প্রার্থীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা

সমর্থক সেজে এসে হামলা চালায় ওই দুষ্কৃতীরা।
Posted: 09:21 AM Oct 25, 2020Updated: 09:21 AM Oct 25, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন বিহার নির্বাচনে (Bihar Election 2020) জনতা দল রাষ্ট্রবাদী পার্টির (Janata Dal Rashtrawadi Party) প্রার্থী নারায়ণ সিংকে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা। শনিবার শেওহর জেলার হাথসার গ্রামে তাঁর উপরে গুলি চালানো হয়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। এখনও পর্যন্ত দু’জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে বিহার (Bihar) পুলিশ। ওই দুই অভিযুক্ত চোট পাওয়ায় তাদের হাসপাতালে ভরতি করা হয়েছে। গতকাল নির্বাচনী প্রচারের সময় ওই প্রার্থীর উপরে হামলা হয়েছিল বলে জানা গিয়েছে।

Advertisement

পূর্ণিয়া থানার কাছে নারায়ণ সিং নির্বাচনের প্রচারে এসেছিলেন। সেই সময় তাঁর কাছেই সমর্থক সেজে হাজির হয়ে যায় আততায়ীরা। জেলার পুলিশ আধিকারিক রাকেশ কুমার জানাচ্ছেন, ‘‘নির্বাচনী প্রচারের সময় ওই প্রার্থী ও তাঁর সমর্থকদের উপরে হামলা হয়। আততায়ীরা সমর্থক সেজে এসেছিল। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পালানোর চেষ্টা করায় দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। প্রায় পাঁচ থেকে ছ’জন ওই গুলি চালানোর ঘটনায় যুক্ত ছিল বলে মনে করা হচ্ছে।’’

[আরও পড়ুন: ‘ভগবান থামতে বলছেন’, নাটকীয় টুইটে করোনা আক্রান্ত হওয়ার কথা ঘোষণা ফড়ণবিসের]

ভোটের আগে উত্তেজনা রয়েছে বিহারে। নির্বাচনের সময় শীর্ষ রাজনৈতিক নেতাদের খুন করার পরিকল্পনা করছে মাওবাদীরা। ভোটের প্রচারে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানোর সময় ভিভিআইপি নেতাদের উপর হামলা চালানোর ছক কষছে তারা। সম্প্রতি এমনই খবর পাওয়া যায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা সূত্রে। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। বিভিন্ন এলাকায় নজরদারির পরিমাণও বাড়ানো হয়েছে। বিশেষত ঝাড়খণ্ড সীমান্ত এলাকার মাওবাদী অধ্যুষিত জেলাগুলির বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হচ্ছে। বিহারে প্রথম দফার বিধানসভা নির্বাচন বুধবার। পরবর্তী ভোটগ্রহণের দিনগুলি হল ৩ নভেম্বর ও ৭ নভেম্বর। ফলাফল ঘোষণা ১০ নভেম্বর।

[আরও পড়ুন: নজরদারি চালাতে চিনা ড্রোন ব্যবহার পাকিস্তানের, সীমান্ত পেরোতেই গুলি করে নামাল ভারতীয় সেনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement