shono
Advertisement

Breaking News

বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নেতাজির: রিপোর্ট

২২ আগস্ট তাইপেইতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়৷ The post বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নেতাজির: রিপোর্ট appeared first on Sangbad Pratidin.
Posted: 02:17 AM Sep 02, 2016Updated: 08:47 PM Sep 01, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে নেতাজির মৃত্যু রহস্য নিয়ে মুখ খুলল জাপান৷ জাপান সরকারের পক্ষ থেকে একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ১৯৪৫ সালে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল নেতাজির৷ ৬০ বছর আগে জাপান প্রশাসনের তৈরি ওই রিপোর্ট বৃহস্পতিবার ফাঁস করল ব্রিটেনের একটি ওয়েবসাইট৷

Advertisement

Bosefiles.info ওয়েবসাইটে বলা হয়েছে, নেতাজির মৃত্যুর পর ১৯৫৬ সালের মধ্যে নেতাজি সম্পর্কে গঠিত পূর্ণাঙ্গ রিপোর্ট জাপানের তরফে টোকিওয় ভারতীয় দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়েছিল৷ কিন্তু সেই তথ্যই পরবর্তী সময়ে প্রকাশ্যে আসতে দেওয়া হয়নি৷ জাপান সরকারের এই রিপোর্টেই উল্লেখ করা রয়েছে, ১৯৪৫ সালের ১৮ আগস্ট বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় নেতাজির৷ দুর্ঘটনার দিন দুপুর তিনটের সময় তাইপেই আর্মি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ কিন্তু সন্ধ্যা সাতটার সময় মৃত্যু হয় নেতাজির৷ ২২ আগস্ট তাইপেইতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়৷

রিপোর্টে বলা হয়েছে, বিমান দুর্ঘটনায় ভয়াবহভাবে পুড়ে গিয়েছিলেন নেতাজি৷ যার ফলে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি৷ জাপানি ভাষায় সাত এবং ইংরেজিতে ১০ পাতার ওই রিপোর্টে প্রকাশিত তথ্যকেই সত্যি বলে উল্লেখ করা হয়েছে ব্রিটেনের ওয়েবসাইটটিতে৷

The post বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নেতাজির: রিপোর্ট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement