সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মূলত, দক্ষিণী তারকাদের ছবি মুক্তি পেলে চেন্নাইয়ে উন্মাদনা চোখে পড়ে। বিশেষ করে দক্ষিণের থালাইভা ওরফে রজনীকান্তের ছবি মুক্তি পেলে তো ঝড় ওঠে গোটা চেন্নাইয়ে। তবে এবার সেই ঝড়ে এন্ট্রি নিলেন বলিউড বাদশা শাহরুখ খান। ‘জওয়ান’কে সঙ্গে নিয়ে দক্ষিণের মাটিতে হইচই ফেলে দিলেন শাহরুখ। ঠিক থালাইভার মতোই, চেন্নাইয়ের শাহরুখ ভক্তরা, কিং খানের ছবিতে মালা পরালেন, নাচলেন শাহরুখের গানে। এমনকী, শাহরুখের কায়দায় হাত ছড়িয়ে, গোটা চেন্নাইয়ে ছড়িয়ে দিলেন শাহরুখ ম্যাজিক।
দেশের অন্য়ান্য জায়গায় দারুণ ব্যবসা করেছিল শাহরুখের পাঠান। তবে দক্ষিণকে ‘পাঠান’ ম্যাজিক সেভাবে কাবু করতে পারেনি। তখন থেকেই যেন দক্ষিণকে হাতের মুঠোয় করতে তৈরি ছিলেন শাহরুখ। সেই কারণেই দক্ষিণী পরিচালক অ্যাটলি, দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়মণিকে নিয়ে জওয়ানের টিম তৈরি করলেন। আর দেখুন, যেমন ভাবনা, তেমন কাজ। এই দক্ষিণীই হল ‘জওয়ানে’র তুরুপের তাস। পাঠানের দুঃখ ভুলিয়ে, গোটা দক্ষিণে ‘জওয়ান’ নিল দুরন্ত এন্ট্রি। সেই ইঙ্গিতই রয়েছে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া চেন্নাইয়ের এক ভিডিওতে।
[আরও পড়ুন: শাহরুখই কাশ্মীরের প্রাণভোমরা! ‘পাঠান’-এর পর উপত্যকাকে ‘টনিক’ জোগাচ্ছে ‘জওয়ান’]
দর্শকরা বলছেন, শাহরুখের এই ছবি একেবারেই ব্লকবাস্টার। একের পর এক চমক রয়েছে ছবিতে। বিশেষ করে নানারূপে শাহরুখের অভিনয়ই এই ছবির আসল ইউএসপি। গল্পেও রয়েছে একের পর এক টুইস্ট। প্রথম দিন, প্রথম শো দেখে দর্শকরা বলছেন, শাহরুখের কেরিয়ারের সেরা ছবি ‘জওয়ান’।
শাহরুখ খানের (Shah Rukh Khan) ৩ দশকের কেরিয়ারে রেকর্ড! পয়লা দিনের প্রায় ৬ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। জল্পনা ছিল, ওপেনিং ডে-তেই হেসেখেলে ৫০ কোটির ক্লাবে ঢুকবে ‘জওয়ান’ (Jawan)। এবার তাতেই সিলমোহর। দেশ-বিদেশ মিলিয়ে আন্তর্জাতিক বক্সঅফিসেও অগ্রীম বুকিংয়ের ক্ষেত্রে হিন্দি সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে এই ছবি। রিলিজের আগেই ৫০ কোটির ব্যবসা। যা কিনা বিশ্বের বক্সঅফিসে বলিউডের গ্রাফকে একলাফে উর্ধ্বমুখী করে দিয়েছে।