সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাপে পড়ে টি-২০ বিশ্বকাপের দলে রাখা হয়েছে হার্দিক পাণ্ডিয়াকে! বেশ কয়েকদিন ধরেই বিস্ফোরক একটি প্রতিবেদন ঘিরে চর্চা চলছে। সেই জল্পনার মধ্যেই হার্দিকের নির্বাচন নিয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah)। তাঁর মতে, কেবল আইপিএলের ফর্ম দেখে দল নির্বাচন করা যায় না।
দিনকয়েক আগে প্রকাশিত একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াড নির্বাচনের সময়ে রোহিত শর্মা (Rohit Sharma), নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকর এবং বিসিসিআই-এর প্যানেল কিন্তু হার্দিককে দলে চাননি। কিন্তু চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হন। কিন্তু কে চাপ দিল, তা পরিষ্কার করে লেখা হয়নি প্রতিবেদনে। অনেকেই মনে করছেন বিসিসিআই-এর উপরমহল থেকে চাপ এসেছিল হার্দিক পাণ্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে। সেই চাপ প্রশমিত করা যায়নি।
[আরও পড়ুন: মরণ বাঁচন লড়াইয়ের আগে সৌজন্য! বিরাটদের ড্রেসিংরুমে হাজির ধোনি]
তার পর থেকেই আলোচনা শুরু হয়, কেন হার্দিককে দলে নেওয়ার জন্য চাপ এসেছিল নির্বাচকদের উপর? যদিও দল গঠনের সময়ে নির্বাচকদের দাবি ছিল, হার্দিকের কোনও বিকল্প মেলেনি বলেই তাঁকে রাখা হয়েছে দলে। কিন্তু জয় শাহর মুখে শোনা গেল অন্য কথা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিসিসিআই সচিব বলেন, "সাম্প্রতিক ফর্ম আর আগের অভিজ্ঞতা- দুটোকেই প্রাধান্য দেওয়া হয়েছে। কেবল আইপিএলের ফর্ম দেখে তো নির্বাচকরা দল গড়তে পারেন না। বিদেশের মাটিতে কে কেমন পারফরম্যান্স করেছেন সেদিকেও নজর দেওয়া হয়েছে।"
উল্লেখ্য, চলতি আইপিএলে সেরকম নজরকাড়া ফর্মে ছিলেন না মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। ১৩ ম্যাচে মাত্র ২০০ রান করেছেন। স্ট্রাইক রেট ১৪৪। পেয়েছেন ১১টি উইকেট। তাছাড়া অধিনায়ক হিসাবেও ব্যর্থ হয়েছেন তিনি। দলের মধ্যে রোহিত শর্মার সঙ্গেও তাঁর সম্পর্কে অবনতি হয়েছে বলে খবর। মুম্বই শিবিরের এই গৃহযুদ্ধ কি বিশ্বকাপে ভারতীয় ড্রেসিংরুমেও প্রভাব ফেলবে? আশঙ্কায় ক্রিকেটপ্রেমীরা।