shono
Advertisement

প্রত্যাবর্তনের পথে জেট এয়ারওয়েজ! আগামী বছরের মাঝামাঝি শুরু হতে পারে উড়ান

দেউলিয়া হয়ে যাওয়ায় গত বছর থেকে বন্ধ তাদের উড়ান।
Posted: 12:49 PM Dec 08, 2020Updated: 12:49 PM Dec 08, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋণের ভারে দেউলিয়া হতে হয়েছিল দেশের একসময়ের অন্যতম বড় উড়ান সংস্থা জেট এয়ারওয়েজকে (Jet Airways)। যার ফলে গত বছরের এপ্রিল থেকেই বন্ধ হয়ে গিয়েছে উড়ান। কিন্তু এবার আশার কথা শোনাচ্ছেন সংস্থার নতুন মালিকেরা। তাঁরা আশাবাদী, খুব তাড়াতাড়ি ঋণের বোঝা সরিয়ে নতুন করে ফিরতে পারে জেট এয়ারওয়েজ। কবে নাগাদ শুরু হতে পারে পরিষেবা? তাঁদের আশা, ২০২১ সালের মাঝামাঝি সময় থেকেই আবার শুরু হতে পারে উড়ান।

Advertisement

সংস্থার নতুন মালিক মুরালিলাল জালান ও কারলক ক্যাপিটালের তরফে এমনটাই জানানো হয়েছে। জালান কার্লক কনসর্টিয়ামের তরফে এর বোর্ড সদস্য মনোজ নারিন্দার মাদানি জানিয়েছেন, ‘‘গত ২৫ বছর ধরে জেট এয়ারওয়েজের এক গৌরবময় ইতিহাস রয়েছে। কনসর্টিয়ামের লক্ষ্য, যত তাড়াতাড়ি সম্ভব আবারও জেট এয়ারওয়েজকে আকাশে ফিরিয়ে আনা।’’ একসময় যাত্রীসংখ্যার হিসেবে দেশের সবচেয়ে বড় উড়ান সংস্থা ছিল জেট এয়ারওয়েজ। কিন্তু প্রায় ৪৫ হাজার কোটি টাকার ঋণের দায়ে দেউলিয়া হয়ে ২০১৯ সালের ১৭ এপ্রিল বন্ধ করে দিতে হয় উড়ান। কিন্তু এবার দেশীয় ও আন্তর্জাতিক দুই ধরনের উড়ানই নতুন করে শুরু করতে চায় তারা। 

[আরও পড়ুন: ‘সুনাম অর্জনের জন্য ভ্যাকসিন নিয়েছিলেন’, করোনা আক্রান্ত অনিল ভিজকে কটাক্ষ দিগ্বিজয়ের]

প্রথমে নতুন নামের কোনও উড়ান সংস্থাই শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু জেট এয়ারওয়েজের ব্র্যান্ড ভ্যালুর কথা মাথায় রেখে পুরনো নামই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুরু হয়েছে জেট ২.০ প্রোগ্রাম। আপাতত ঠিক হয়েছে, ঋণ যতটা সম্ভব শোধ করেই শুরু হবে উড়ান। তারপর ধীরে ধীরে বাকি ঋণও শোধ করার পরিকল্পনা রয়েছে। সব কিছু ঠিক মতো চললে এবং ‘জাতীয় সংস্থা আইন ট্রাইব্যুনাল’ ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে এই পরিকল্পনা বাস্তব করার ব্যাপারে আত্মবিশ্বাসী নতুন মালিকরা। 

[আরও পড়ুন: দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমে দাঁড়াল ২৬ হাজার, অনেকটা কমল মৃত্যুও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement