shono
Advertisement

রাজ্য থেকে চাল কিনতে চায় ঝাড়খণ্ড

ঝাড়খণ্ডের খাদ্যমন্ত্রী সরযূ রাই বলেন, “পশ্চিমবঙ্গ থেকে চাল কেনার ব্যাপারে কথা হয়েছে৷ আমরা চাই শীঘ্রই ফুড করপোরেশন, ঝাড়খণ্ড সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হোক৷”
Posted: 06:17 PM Sep 24, 2016Updated: 01:13 PM Sep 24, 2016

রাহুল চক্রবর্তী: কলকাতায় এসে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করে গেলেন বিজেপি শাসিত ঝাড়খণ্ডের খাদ্যমন্ত্রী সরযূ রাই৷ পশ্চিমবঙ্গ থেকে চাল কিনতে চায় ঝাড়খণ্ড সরকার৷ মাও-দমনে রাজ্য যে নজির সৃষ্টি করেছে, তাকে মডেল হিসাবে মেনে নিয়েছেন ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধিরা৷

Advertisement

গণবণ্টন ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার কলকাতায় এসে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যেতিপ্রিয় মল্লিক, খাদ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ঝাড়খণ্ডের খাদ্যমন্ত্রী সরযূ রাই৷ তাঁর সঙ্গে ঝাড়খণ্ড সরকারের অন্যান্য আধিকারিকরাও ছিলেন৷ এই রাজ্যের গণবণ্টন ব্যবস্থা নিয়ে সন্তোষপ্রকাশ করেন তাঁরা৷ পশ্চিমবঙ্গ থেকে চাল কিনতে চায় ঝাড়খণ্ড সরকার৷ প্রায় ১০ লক্ষ মেট্রিক টন প্রতি বছর চালের চাহিদা রয়েছে প্রতিবেশী এই রাজ্য সরকারের৷ চাল ছাড়াও অন্যান্য খাদ্যসামগ্রী এই রাজ্য থেকে কিনতে চায় ঝাড়খণ্ড সরকার৷ সেই বিষয়ে দীর্ঘক্ষণ বৈঠক হয় দুই রাজ্য সরকারের প্রতিনিধিদের মধ্যে৷

পরে ঝাড়খণ্ডের খাদ্যমন্ত্রী সরযূ রাই বলেন, “পশ্চিমবঙ্গ থেকে চাল কেনার ব্যাপারে কথা হয়েছে৷ আমরা চাই শীঘ্রই ফুড করপোরেশন, ঝাড়খণ্ড সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হোক৷” জঙ্গলমহলে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শান্তি ফিরেছে, তার ভূয়সী প্রশংসা করেছেন সরযূ৷ একদিকে মাও কার্যকলাপ দমন করে জঙ্গলমহলে শান্তি ফেরানো, অন্যদিকে সেখানকার বাসিন্দাদের বিভিন্ন প্যাকেজ দেওয়ার বিষয়কে সাধুবাদ জানিয়েছে ঝাড়খণ্ড৷ একে মডেল হিসাবে ঘোষণা করেছেন ঝাড়খণ্ডের খাদ্যমন্ত্রী৷ এছাড়াও ভুয়া রেশন কার্ড বাজেয়াপ্ত করা ও গণবন্টন ব্যবস্থায় সামগ্রিক উন্নয়নে ঝাড়খণ্ডের কাছে প্রশংসিত হয়েছে রাজ্য৷ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “চাল ও অন্যান্য খাদ্যসামগ্রী রাজ্য থেকে কিনতে চায় ঝাড়খণ্ড সরকার৷ সে বিষয়ে আলোচনা হয়েছে৷ তাঁদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাব৷ তার পর মুখ্যমন্ত্রীই যাবতীয় সিদ্ধান্ত নেবেন৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement