সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২জি, ৩জি’র মায়া কাটিয়ে আমরা এখন ৪জির যুগে বসবাস করছি৷ এসে গিয়েছে ৫জি’ও৷ কিন্তু এখনও ইন্টারনেট স্পিড নিয়ে গ্রাহকদের থেকে একাধিক অভিযোগ শোনা যায়৷ দেশের বিভিন্ন টেলিকম সংস্থাকে কাঠগড়ায় তোলেন তাঁরা৷ এই অবস্থায়, দেশের দ্রুততম ডাউনলোড স্পিডসম্পন্ন মোবাইল সংস্থাগুলির তালিকা প্রকাশ করেছে দেশের টেলিকম নিয়ামক সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই৷
[ আরও পড়ুন: ভারতের বাজারে এল Nokia 7.2, জেনে নিন কীভাবে সস্তায় কেনা যাবে ফোনটি ]
জানা গিয়েছে, আগস্ট মাসে প্রকাশিত এই রিপোর্টে দেখা গিয়েছে ৪জি ডাউনলোড স্পিডে দেশের সমস্ত টেলিকম সংস্থাকে পিছনে ফেলে দিয়েছে রিলায়েন্স জিও৷ এই নেটওয়ার্কের ডাউনলোড স্পিড গড়ে ২১.৩ এমবিপিএস৷ গত জুলাই মাসে যা ছিল ২১.০ এমবিপিএস৷ লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে অন্যান্য টেলিকম সংস্থাগুলি৷ এক সময়ে যে ভোডাফোনের নেটওয়ার্ককে সেরা বলে গণ্য করা হত, এখন জিও-র সঙ্গে লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে সেই সংস্থা৷ সমীক্ষা রিপোর্ট বলছে, আগস্ট মাসে ভোডাফোনের ডাউনলোড স্পিড দাঁড়িয়েছে ৫.৫ এমবিপিএস৷ জুলাই মাসে যা ছিল ৫.৮ এমবিপিএস৷ অর্থাত্ জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে কমেছে ভোডাফোনের ডাউনলোড স্পিড৷
[ আরও পড়ুন: কলকাতার যুবতীর টুইটার অ্যাকাউন্টে পাক হ্যাকারদের হানা, বিতর্কিত মেসেজ প্রধানমন্ত্রীকে ]
এখানেই শেষ নয়, ট্রাইয়ের রিপোর্ট বলছে, আগস্ট মাসে ৪জি ডাউনলোড স্পিড কমেছে টেলিকম সংস্থা এয়ালটেলেরও৷ জুলাইয়ে ৮.৮ এমবিপিএস ডাউনলোড স্পিড থাকলেও, আগস্টে সেই স্পিড হয়েছে ৮.২ এমবিপিএস৷ জানা গিয়েছে, ২০১৮-তেও দ্রুততম ৪জি অপারেটর ঘোষিত হয়েছিল রিলয়েন্স জিও৷ চলতি বছরের ন’মাস কেটেছে৷ এখনও সেই শীর্ষ স্থান ধরে রেখেছে মুখেশ আম্বানির সংস্থা৷
The post TRAI-এর বিচারে দেশের দ্রুততম ৪জি ডাউনলোড পরিষেবা দেয় এই নেটওয়ার্ক appeared first on Sangbad Pratidin.