shono
Advertisement

বাঁকুড়ার বিষ্ণুপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির ১৬টি শূন্যপদে কর্মী নিয়োগ

কীভাবে করবেন আবেদন? The post বাঁকুড়ার বিষ্ণুপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির ১৬টি শূন্যপদে কর্মী নিয়োগ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:39 PM Aug 05, 2018Updated: 06:09 PM Aug 05, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৬টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে বাঁকুড়ার বিষ্ণুপুর  স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি৷ মেডিক্যাল অফিসার, অ্যাকাউন্ট্যান্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ডিস্ট্রিক্ট ফাইনান্স কাম লজিস্টিকস অফিসার, ডিস্ট্রিক্ট কনসালটেন্ট, প্রোগ্রাম কাম অ্যাডমিনিস্ট্রেটিভ, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, নিউট্রিশিয়ানিস্ট,  সোশ্যাল ওয়ার্কার এবং স্টাফ নার্সের পদে এই নিয়োগ করা হবে৷ এই পদগুলিতে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে৷  

Advertisement

[হাওড়ায় ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ]

১. মেডিক্যাল অফিসার 

শূন্যপদ: ১(অসংরক্ষিত)৷
শিক্ষাগত যোগ্যতা: একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস বা তার সমতুল কোনও ডিগ্রি৷
বয়সসীমা: ২০১৮ সালের ২৭ জুলাইয়ের হিসাবে সর্বোচ্চ ৬৩ বছর৷
বেতন: প্রতি মাসে ৪০ হাজার৷

২. মেডিক্যাল অফিসার (এনএইচএম)   
শূন্যপদ: ৪টি৷ এসসি প্রার্থীদের জন্য ১টি ও এসটি প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
শিক্ষাগত যোগ্যতা: একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস বা তার সমতুল কোনও ডিগ্রি৷
বয়সসীমা: ২০১৮ সালের ২৭ জুলাই পর্যন্ত সর্বোচ্চ ৬৩ বছর৷
বেতন: প্রতি মাসে ৪০ হাজার৷

৩. অ্যাকাউনট্যান্ট (আরএনটিসিপি)   
শূন্যপদ: ১টি (অসংরক্ষিত)৷
শিক্ষাগত যোগ্যতা: কমার্সে স্নাতক৷ মাধ্যমিকের পর থেকে প্রতিটি শ্রেণিতে ৫০ শতাংশ নম্বর পেয়ে সফল৷
এবং একটি স্বীকৃত সোসাইটিতে অডিটের কাজের অভিজ্ঞতা, ফাইনান্সিয়াল ম্যানেজমেন্টে এমবিএ বা পিজিডি কোর্স থাকলে তাকে আগে বিবেচনা করা হবে৷
অভিজ্ঞতা: কোনও স্বীকৃত সোসাইটি বা প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণের দু’বছরের অভিজ্ঞতা৷ অ্যাকাউন্টিং সফটওয়্যারে দু’বছরের কাজ করার অভিজ্ঞতা৷
বয়সসীমা: ২০১৮ সালের ৭ জুলাইয়ের হিসাবে ৬২ বছর বয়স হতে হবে৷
বেতন: প্রতি মাসে ১০ হাজার৷

[একাধিক পরীক্ষার্থীর তথ্যে ভুল, পিছিয়ে গেল গ্রুপ ডি পরীক্ষায় ফল ঘোষণা]

৪. ল্যাবরেটরি টেকনিশিয়ান (আইসিটিসি)   
শূন্যপদ: ১টি৷ এসটি প্রার্থীদের জন্য সংরক্ষিত৷
শিক্ষাগত যোগ্যতা: মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে স্নাতক ও ন্যূনতম এক বছরের পোস্ট৷ অথবা মেডিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমার সঙ্গে দু’বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা৷ কম্পিউটারে কাজ করার জ্ঞান থাকাও প্রয়োজন৷
বয়সসীমা: ২০১৮ সালের ২৭ জুলাইয়ের হিসাবে সর্বোচ্চ ৪০ বছর৷
বেতন: প্রতি মাসে ১৩ হাজার টাকা৷

৫.ডিস্ট্রিক্ট ফাইনান্স কাম লজিস্টিক অফিসার

শূন্যপদ: ১টি৷ অসংরক্ষিত পদ৷
শিক্ষাগত যোগ্যতা: ফাইনান্স বা ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টে ইন্টার সিএ, ইন্টার আইসিডব্লুএ, এমকম অথবা এমবিএ৷ কম্পিউটারে কাজ করার জ্ঞান প্রয়োজন৷
বয়সসীমা: ২০১৮ সালের ২৭ জুলাইয়ের হিসাবে সর্বোচ্চ ৪০ বছর৷
বেতন: প্রতি মাসে ২২ হাজার ৭০০ টাকা৷

৬. ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট (এনকিউএপি)  
শূন্যপদ: ১টি৷ অসংরক্ষিত পদ৷  
শিক্ষাগত যোগ্যতা: হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বা হেল্থ ম্যানেজমেন্টে এমবিবিএস বা ডেন্টাল বা আয়ুশ বা নার্সিং-এ স্নাতক৷
বয়সসীমা: ২০১৮ সালের ২৭ জুলাইয়ের হিসাবে সর্বোচ্চ ৪০ বছর৷
বেতন: প্রতি মাসে ৪০ হাজার টাকা৷

[নিরাপত্তা বাহিনীতে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন]

৭. ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট (কোয়ালিটি মনিটরিং)

শূন্যপদ: ১টি৷

শিক্ষাগত যোগ্যতা: একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিকসে ডিগ্রি৷ বায়োস্ট্যাটিস্টিকসে জ্ঞান থাকাও বাঞ্ছনীয়৷
অভিজ্ঞতা: স্বাস্থ্য বা হাসপাতালে আগে কাজ করার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়৷
বয়সসীমা: ২০১৮ সালের ২৭ জুলাইয়ের হিসাবে সর্বোচ্চ ৪০ বছর৷
বেতন: প্রতি মাসে ৩০ হাজার টাকা৷

৮. প্রোগাম কাম অ্যাডমিনিস্ট্রেটিভ (অ্যাসিস্ট্যান্ট এনকিউএপি)

শূন্যপদ: ১টি৷

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি, এমএস অফিস প্যাকেজ তৈরি করতে সাবলীল, অ্যাকাউন্টেন্সিতে জ্ঞান থাকাও বাঞ্ছনীয়৷
অভিজ্ঞতা: অফিস ম্যানেজ করার এবং হেলথ প্রোগ্রাম বা এনএইচএমে এক বছরের অভিজ্ঞতা৷
বয়সসীমা: ২০১৮ সালের ২৭ জুলাইয়ের হিসাবে সর্বোচ্চ ৪০ বছর৷
বেতন: প্রতি মাসে ১২ হাজার টাকা৷

[রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ]

৯.ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট (এনওএইচপি)   

শূন্যপদের সংখ্যা: ১টি৷

শিক্ষাগত যোগ্যতা: যে কোনও বোর্ড থেকে মাধ্যমিক পাশ৷ একটি ডেন্টাল কলেজ বা ক্লিনিকে চাকরি করার এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন৷
বয়সসীমা: ২০১৮ সালের ২৭ জুলাইয়ের হিসাবে সর্বোচ্চ ৪০ বছর৷
বেতন: প্রতি মাসে ৮ হাজার টাকা৷

১০.নিউট্রি আন্ডার এনআরসি আরসিএইচ

শূন্যপদ: ১টি৷
শিক্ষাগত যোগ্যতা: ফুডস এন্ড নিউট্রিশিয়ানে বিএসসি বা এমএসসি অথবা তার সমতুল কোনও কোর্স৷
বয়সসীমা: ২০১৮ সালের ২৭ জুলাইয়ের হিসাবে সর্বোচ্চ ৪০ বছর৷
বেতন: প্রতি মাসে ২০ হাজার টাকা৷

১১.সোশ্যাল ওয়ার্কার আন্ডার এনআরসি আরসিএইচ (সিএইচ)  

শূন্যপদ: ১টি৷
শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক৷
বয়সসীমা: ২০১৮ সালের ২৭ জুলাই হিসাবে সর্বোচ্চ ৪০ বছর৷

বেতন: প্রতি মাসে ১৩ হাজার ৫৬০ টাকা৷

[ভারতীয় রেলে প্রথমবার অনলাইনে হবে কর্মী নিয়োগের পরীক্ষা]

১২. স্টাফ নার্স আন্ডার এনআরসি আরসিএইচ

শূন্যপদ: ২টি৷ তার মধ্যে ১টি শূন্যপদ এসসি প্রার্থীদের জন্য সংরক্ষিত৷
শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম ট্রেনিং কোর্স৷ প্রার্থীদের বাংলা ভাষায় লিখতে, পড়তে ও কথা বলতে সাবলীল হতে হবে৷ যে জেলার জন্য আবেদন করছেন সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীদের৷
বয়সসীমা: ২০১৮ সালের ২৭ জুলাইয়ের হিসাবে সর্বোচ্চ ৪০ বছর৷

বেতন: প্রতি মাসে ১৭২২০ টাকা৷

নির্বাচন প্রক্রিয়া: লিখিত পরীক্ষা ও তারপর সাক্ষাৎকারের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হবে৷ লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের নির্দিষ্ট দিন, সময় ও স্থান যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট সময়ে জানিয়ে দেওয়া হবে৷ এ ছাড়া, পশ্চিমবঙ্গে স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে এই তথ্যগুলি৷

[এশিয়াটিক সোসাইটিতে পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট কাম প্রুফ রিডার পদে কর্মী নিয়োগ]

আবেদন ফি: প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে৷ এই ফি এসসি ও এসটি প্রার্থীদের জন্য মাত্র ৫০ টাকা৷ জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার নামের ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে বিষ্ণুপুরেই এই ফি জমা করতে হবে আবেদনকারীদের৷ ডিমান্ড ড্রাফ্টের পিছনে প্রার্থীর নাম এবং কোন পদের জন্য আবেদন করছেন তা স্পষ্টভাবে লেখা থাকতে হবে৷ আগামী ২৮ অগাস্টের মধ্যেই আবেদন করতে হবে প্রার্থীদের৷

The post বাঁকুড়ার বিষ্ণুপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির ১৬টি শূন্যপদে কর্মী নিয়োগ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement