shono
Advertisement

স্নাতক হলেই রূপশ্রী প্রকল্পে চাকরির সুযোগ, জেনে নিন আবেদন সংক্রান্ত খুঁটিনাটি

১০ জুলাইয়ের মধ্যে আবেদন করতে ভুলবেন না৷ The post স্নাতক হলেই রূপশ্রী প্রকল্পে চাকরির সুযোগ, জেনে নিন আবেদন সংক্রান্ত খুঁটিনাটি appeared first on Sangbad Pratidin.
Posted: 07:39 PM Jun 30, 2019Updated: 11:37 AM Jul 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার৷ অ্যাকাউন্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর পদে ২৭ জনকে নিয়োগ করা হবে৷ স্নাতক হলেই এই শূন্যপদে আবেদন করা যাবে৷ আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে৷ তবে বছরখানেক পর দক্ষতার নিরিখে তাকে স্থায়ী কর্মী হিসাবে নিযুক্ত করা হবে৷ আগামী ১০ জুলাই আবেদনের শেষ দিন৷

Advertisement

ডাটা এন্ট্রি অপারেটর
শূন্যপদ:
এই বিভাগে মোট ২৩টি শূন্যপদ রয়েছে৷ তার মধ্যে ১২টি শূন্যপদ সাধারণ (জেনারেল) প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ তফসিলি জাতির জন্য ৬টি এবং উপজাতির প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সংরক্ষিত বাকি চারটি শূন্যপদ৷

শিক্ষাগত যোগ্যতা:
১.
এই শূন্যপদে আবেদনকারীকে স্নাতক হতে হবে৷
২. কম্পিউটারে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্টের জ্ঞান থাকা বাধ্যতামূলক৷
৩. মিনিটে ৩০টি শব্দ টাইপিংয়ের দক্ষতাও থাকা প্রয়োজন৷
৪. নদিয়া জেলা স্থায়ী বাসিন্দা হলেই এই আবেদন গ্রাহ্য হবে৷

আবেদনকারীর বয়স:
১ জানুয়ারি, ২০১৯ তারিখের নিরিখে আবেদনকারী ন্যূনতম ১৮ থেকে ৪০ বছর বয়সি হলে এই শূন্যপদে আবেদন করতে পারবেন৷

বেতন:
ডেটা এন্ট্রি অপারেটর পদে নিযুক্ত ব্যক্তি মাসে ১১ হাজার টাকা বেতন পাবেন৷

[ আরও পড়ুন: ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে কর্মী নিয়োগ, জেনে নিন খুঁটিনাটি]

অ্যাকাউন্ট্যান্ট
শূন্যপদ: এই বিভাগে মোট ৪টি শূন্যপদ রয়েছে৷ তার মধ্যে ২টি শূন্যপদ সাধারণ (জেনারেল) প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীদের জন্য বাকি দুটি শূন্যপদ সংরক্ষিত৷

শিক্ষাগত যোগ্যতা:
১. এই শূন্যপদে আবেদনকারীকে বাণিজ্য বিভাগে স্নাতক হতে হবে৷
২. কম্পিউটারে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্টের জ্ঞান থাকা বাধ্যতামূলক৷
৩. আবেদনের জন্য ট্যালি এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে জানা প্রয়োজন৷
৪. নদিয়া জেলা স্থায়ী বাসিন্দা হলেই এই আবেদন গ্রাহ্য হবে৷

আবেদনকারীর বয়স:
১ জানুয়ারি, ২০১৯ তারিখের নিরিখে আবেদনকারী ন্যূনতম ১৮ থেকে ৪০ বছর বয়সি হলে এই শূন্যপদে আবেদন করতে পারবেন৷

বেতন:
হিসাবরক্ষক হিসাবে রূপশ্রী প্রকল্পে নিযুক্ত ব্যক্তি মাসে ১৫ হাজার টাকা বেতন পাবেন৷

আবেদনের পদ্ধতি:
www.nadia.gov.in – এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে৷ ১০ জুলাই বিকাল পাঁচটার মধ্যে আবেদন করা যাবে৷ 

The post স্নাতক হলেই রূপশ্রী প্রকল্পে চাকরির সুযোগ, জেনে নিন আবেদন সংক্রান্ত খুঁটিনাটি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement