shono
Advertisement

Breaking News

বয়স ৮০ পার, তবু চব্বিশের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন! ঘোষণা বাইডেনের

তাঁর ঘোষণায় 'ঝুঁকি' দেখছেন বিশেষজ্ঞরা।
Posted: 07:23 PM Apr 25, 2023Updated: 07:23 PM Apr 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ৮০ বছর। আক্রান্ত হয়েছিলেন ত্বকের ক্যানসারে। অস্ত্রোপচার হয়েছে গত মাসেই। আচরণের অসংলগ্নতা নিয়েও উঠছে প্রশ্ন। এই পরিস্থিতিতে সংশয় তৈরি হয়েছিল, আদৌ কি ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট (US president) নির্বাচনে লড়বেন জো বাইডেন? সমস্ত জল্পনাকে দূরে সরিয়ে মঙ্গলবার তিনি জানিয়ে দিলেন দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে আগামী নির্বাচনেও প্রার্থী হবেন তিনি।

Advertisement

একটি মিনিট তিনেকের ভিডিও প্রকাশ করেছেন বাইডেন (Joe Biden)। সেটি টুইটারে শেয়ার করে তিনি লিখেছেন, ‘প্রতিটি প্রজন্মেই একটি এমন মুহূর্ত আসে যখন গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হয়। মৌলিক অধিকারের স্বাধীনতার জন্য দাঁড়াতে হয়। আমি বিশ্বাস করি এটাই আমাদের সময়। আর সেই কারণেই আমি আমেরিকার প্রেসিডেন্ট পদে লড়ব। আমাদের সঙ্গে যুক্ত হোন। আসুন, কাজটা শেষ করা যাক।’

[আরও পড়ুন: পুতিনের গ্রেপ্তারি পরোয়ানা ঘিরে বাড়ছে আতঙ্ক! কোন আশঙ্কা রাশিয়ার?]

প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের লড়ার সিদ্ধান্ত ঐতিহাসিক। এমনিতেই তিনি সবচেয়ে বেশি বয়সে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার নজির গড়েছেন। এবার পুনর্নিবাচিত হলে নিজের রেকর্ড ভেঙে নিজেই নয়া রেকর্ড গড়বেন তিনি। কিন্তু তাঁর এই ঘোষণায় ‘ঝুঁকি’ দেখছে ওয়াকিবহাল মহল। শারীরিক পরিস্থিতির পাশাপাশি তাঁর আশি পেরনো বাইডেনের বয়সকে রিপাবলিকানরা যে অস্ত্র করবেন তা নিশ্চিত। যদিও বাইডেনের সমর্থকদের যুক্তি, তাঁর বয়স একটা সদর্থক দিক। এর মধ্যে দিয়ে প্রতিফলিত হয় তাঁর অভিজ্ঞতাই। কিন্তু তাঁদের সেই দাবি সত্ত্বেও প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) লড়াইয়ে কতটা টিকবে তা নিয়ে সন্দিহান অনেকেই।

[আরও পড়ুন: একই ফ্রেমে দেখা গিয়েছিল মোদির সঙ্গে, সিডনিতে ৫ মহিলাকে ধর্ষণে দোষী সাব্যস্ত সেই BJP নেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement