shono
Advertisement
Jr NTR

ছবি তুলতে হোটেলের মধ্যে ঢুকে এল পাপারাজ্জি, রেগে লাল জুনিয়ার এনটিআর, ভাইরাল ভিডিও

'ওয়ার ২' ছবির শুটিংয়ের জন্যই মুম্বইয়ে পা রেখেছেন জুনিয়ার এনটিআর।
Posted: 05:37 PM Apr 26, 2024Updated: 05:38 PM Apr 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে পা দিয়েই মেজাজ হারালেন দক্ষিণী তারকা জুনিয়ার এনটিআর। হোটেলের সামনে পাপারাজ্জিদের উপর শুরু করলেন চিল চিৎকার। জুনিয়ার এনটিআরের কাণ্ড দেখে রীতিমতো হতবাক নেটপাড়া।

Advertisement

ঠিক কী ঘটেছিল?

'ওয়ার ২' ছবির শুটিংয়ের জন্যই মুম্বইয়ে পা রেখেছেন জুনিয়ার এনটিআর। বিমানবন্দর থেকেই কয়েকজন ছবি শিকারিরা পিছু করেছিল অভিনেতার। আর হোটেলের সামনে আসতেই প্রায় হোটেলের ভিতরই ঢুকে পড়ছিল ফটোগ্রাফাররা। পাপারাজ্জিজের এমন ব্যবহার দেখেই রেগে গেলেন জুনিয়ার এনটিআর। ক্যামেরাম্যানদের উপর শুরু করে দিলেন চিৎকার। সেই ভিডিওই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।

‘RRR’ সিনেমার সাফল্যের পর থেকেই বলিউডের নেক নজরে রয়েছেন নন্দমুরি তারক রামা রাও জুনিয়র ওরফে এনটিআর জুনিয়র। ভালো হিন্দিও বলতে পারেন দাক্ষিণাত্যের মেগাস্টার। এমন তারকাকেই ‘ওয়ার ২’ সিনেমার জন্য বেছে নেওয়া হয়েছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ওয়ার’ পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। কিন্তু সিক্যুয়েল তৈরির জন্য শ্যালক অয়ন মুখোপাধ্যায়ের উপরই ভরসা রেখেছেন প্রযোজক আদিত্য চোপড়া।

[আরও পড়ুন: কাঞ্চনের ‘জিপ-বিভ্রাটে’ হেসে খুন প্রাক্তন পিঙ্কি, কী বলছেন?]

শোনা গিয়েছে, অয়নের কথাতেই নাকি ছবিতে অভিনয় করতে রাজি হয়েছেন জুনিয়র এনটিআর। তাতে সিনেপ্রেমীরাই লাভবান হয়েছেন। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে আকাশি নীল টি-শার্ট ও কালো জ্যাকেটে হৃতিককে দেখা যাচ্ছে। হাতে সম্ভবত কফির কাপ। জুনিয়র এনটিআরের মুখ দেখা যায়নি। তবে অভিনেতার মাসক্যুলিন চেহারা ক্যামেরাবন্দি হয়েছে।

‘War 2’ ছবিতে এবার বড় চমক দিতে চলেছে যশরাজ ফিল্মস। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, নতুন এই ছবিতে দুষ্টের দমন করতে হৃতিকের সঙ্গে হাত মেলাবেন ‘পাঠান’ শাহরুখ এবং ‘টাইগার’ সলমন। এই দুষ্টের চরিত্রের জুনিয়র এনটিআরকে দেখা যেতে পারে। হতিক, জুনিয়র এনটিআর ছাড়াও ছবিতে কিয়ারা আডবাণীকে দেখা যেতে পারে। আবার জন আব্রাহামের স্পেশাল অ্যাপিয়ারেন্সের কথাও শোনা যাচ্ছে। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে সিনেমা হলে ‘War 2’র মুক্তি পাওয়ার কথা।

[আরও পড়ুন: ‘ঘৃণার বিরুদ্ধে ভোট দিলাম’, বুথ থেকে বেরিয়েই ফের মোদিকে খোঁচা প্রকাশ রাজের!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ‘War 2’ ছবিতে এবার বড় চমক দিতে চলেছে যশরাজ ফিল্মস।
  • আবার জন আব্রাহামের স্পেশাল অ্যাপিয়ারেন্সের কথাও শোনা যাচ্ছে।
Advertisement