অর্ণব আইচ: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জগঠন মামলায় আদালতের তীব্র ভর্ৎসনার মুখে ইডি। বিচারকের সাফ কথা, তদন্তকারীদের জন্যই চার্জ গঠনে দেরি হচ্ছে। তাঁর নির্দেশ, শীতকালীন ছুটির মধ্যেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জগঠন হবে। বড়দিন এবং রবিবার ছাড়া এই শুনানি চলবে। বুধবার দুপুর আড়াইটের মধ্যে ইডি-কে প্রতি অভিযুক্তর আইনজীবীকে নথি পৌঁছে দিতে হবে। বিচারকের নির্দেশ, সারা রাত জেগে কাজ করুন। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে নথি দিয়ে আসুন।
নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সেই মামলা ফেরত পাঠিয়েছে শীর্ষ আদালত। মঙ্গলবার ইডির বিশেষ আদালতে ছিল চার্জগঠনের মামলা। সেখানে পার্থ ছাড়া বাকি অভিযুক্তদের আইনজীবীদের দাবি, সুপ্রিম কোর্ট শুধুমাত্র প্রাক্তন শিক্ষামন্ত্রীর কথা বলেছেন। তাঁর বিরুদ্ধেই চার্জগঠনের শুনানি হোক। যদিও পার্থর আইনজীবীর দাবি, ইডি আদালত সকলের মামলা সমানভাবে দেখছে। তাই সকলের চার্জগঠনের শুনানি একসঙ্গেই হবে। শুনানি শুরু হতেই বিচারকের তোপের মুখে পড়ে ইডি।
বিচারকের ভর্ৎসনা, "আপনাদের জন্য চার্জ গঠনে দেরি হচ্ছে। আগে জানাননি কেন? তাহলে স্পেসিফিক অর্ডার দিতে হত আমাকে।" তাঁর প্রশ্ন, "কেন নথি দিতে পারেননি? কত দিন সময় লাগবে?" ইডির পালটা যুক্তি দেওয়ার চেষ্টা করেন, "একটা মোবাইল ডাটা নিতে ১০-১২ ঘণ্টা লাগে।" পালটা বিচারকের নির্দেশ, "এখন ঘড়িতে বাজে দুটো। বারো ঘন্টা মানে রাত দুটোর মধ্যে কপি বানান। সারারাত জেগে কাজ করুন। দরকার হলে বাড়ি-বাড়ি গিয়ে দিয়ে আসবেন। ডিজিটালি দিলে হবে না।" অভিযুক্তদের আইনজীবীরা বলেন, "ওঁদের আসতে হবে না। আমরা যেতে পারি। কারণ এরা এলে তো বলবে ইডি এসেছে। তাতে ইমেজ নষ্ট।"
বিচারকের স্পষ্ট নির্দেশ, "আমাকে তো রিপোর্ট দিতে হবে। ডিসান হাসপাতালে মতো অবস্থা। তোমার ছুটি আমার নয়।" আগামিকাল দুপুর আড়াইটের মধ্যে অভিযুক্তদের আইনজীবীর হাতে নথি তুলে দিতে হবে। ইডির আইনজীবী বলার চেষ্টা করেছিলেন, কাল নথি জমা দিতে বিকেল চারটে-পাঁচটা হবে। কিন্তু সে কথা শোনেননি বিচারক। সাফ জানিয়ে দিয়েছেন, কাল দুপুর আড়াইটের মধ্যে দিতে হবে নথি।