shono
Advertisement

Breaking News

পদ্ম সম্মান না পেয়ে ক্ষোভ উগরে দিলেন জোয়ালা গুট্টা

পদ্ম সম্মান নিয়ে বরাবরই কিছু না কিছু বিতর্ক তৈরি হয়৷ এবার সেই বিতর্ক দানা বেঁধেছে ক্রীড়াদুনিয়ায়৷ The post পদ্ম সম্মান না পেয়ে ক্ষোভ উগরে দিলেন জোয়ালা গুট্টা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:56 AM Jan 26, 2017Updated: 06:16 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনবার আবেদন করেছেন৷ তিনবারই নামঞ্জুর৷ একই ঘটনার পুনরাবৃত্তিতে আর ক্ষোভ চেপে রাখতে পারলেন না জোয়ালা গুট্টা৷ পদ্ম সম্মান নিয়ে তাঁর সঙ্গে অবিচার হয়েছে বলেই সরব হলেন তিনি৷

Advertisement

গতকালই পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশিত হয়েছে৷ মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিদের পাশাপাশি আছেন অলিম্পিকে রূপোজয়ী পি ভি সিন্ধু৷ কিন্তু এবারও পদ্ম প্রাপকদের তালিকায় নেই জোয়ালা গুট্টা৷ ঘটনায় তিনি যে বেশ হতাশ, তা জানাতে গোপন করেননি৷ সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে প্রশ্নও তুলেছিলেন৷ দেশের এই ঐতিহ্যশালী সম্মান প্রাপকদের নির্বাচন প্রক্রিয়া নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন৷ তাঁর সাফল্যের বিবরণী তুলে ধরে তাঁর প্রশ্ন, তাঁর কৃতিত্ব কি তাঁকে পদ্ম সম্মান পাওয়ার উপযোগী করে তোলেনি?

বৃহস্পতিবারও এ নিয়ে মুখ খোলেন তিনি৷ জানান, যখন মিক্সড ডাবলসে বিশ্বে ৬ নম্বর ছিলেন, আর মহিলাদের ডাবলসে ১০ নম্বরে ছিলেন, তখনও তাঁকে এই সম্মানের জন্য বিবেচনা করা হয়নি৷ এই বিবেচনা যে তাঁর কাছে যন্ত্রণাদায়ক, সে কথাই জানিয়েছেন তিনি৷


একই প্রশ্ন তুলেছেন পঙ্কজ আদবানীও৷ খেদ করে তিনি জানিয়েছেন ১৬টি আন্তর্জাতিক খেতাব জয় ও এশিয়ান গেমসে দুটি সোনা পাওয়ার পরও তাঁকে বিবেচনা করা হয়নি৷ খেদ করে তিনি বলেছেন, আর কী করলে এই সম্মান পাওয়ার যোগ্যতা অর্জন করা যায় তা তিনি জানেন না৷

পদ্ম সম্মান নিয়ে বরাবরই কিছু না কিছু বিতর্ক তৈরি হয়৷ এবার সেই বিতর্ক দানা বেঁধেছে ক্রীড়াদুনিয়ায়৷

The post পদ্ম সম্মান না পেয়ে ক্ষোভ উগরে দিলেন জোয়ালা গুট্টা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement