shono
Advertisement

এবার নবমীতেও যাওয়া হয়নি, জ্যোতিপ্রিয়র গ্রেপ্তারিতে মন ভালো নেই মন্তেশ্বরের পৈতৃক বাড়ির

গ্রেপ্তারির নেপথ্যে বিজেপির চক্রান্তই দেখছেন স্থানীয়রা।
Posted: 04:36 PM Oct 27, 2023Updated: 05:43 PM Oct 27, 2023

অভিষেক চৌধুরী, কালনা: শান্তিনিকেতনের পর মন্তেশ্বর। ফের কলকাতার বাইরে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর সম্পত্তির হদিশ। বামুনপাড়া পঞ্চায়েতের পূর্ব খাঁ পুরে পৈতৃক বাড়ি রয়েছে। তার পাশেই একতলা বাড়ি রয়েছে তাঁর। প্রতি বছর পুজোয় নবমীর দিন গ্রামে যেতেন মন্ত্রী। এবার শারীরিক অসুস্থতায় গ্রামে যাওয়া হয়নি। ‘বালু’র গ্রেপ্তারিতে মন ভালো নেই পূর্ব খাঁ পুরের। গ্রেপ্তারির নেপথ্যে বিজেপির চক্রান্তই দেখছেন স্থানীয়রা।

Advertisement

বামুনপাড়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব খাঁ পুরে বরাবরের বাস জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের। সেখানেই বেড়ে ওঠা তাঁর। রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার পর পৈতৃক বাড়ির পাশেই একতলা বাড়ি তৈরি করেন। স্থানীয়দের দাবি, মল্লিক পরিবার বরাবরই বেশ অভিজাত। ওই পরিবারের জমি বর্তমানে কমেছে অনেকটাই। কারণ, সেখানেই গড়ে উঠেছে আইটিআই কলেজ, বিদ্যুতের সাবস্টেশন, জলপ্রকল্প, প্রাথমিক স্কুল-সহ আরও অনেক কিছুই।

[আরও পড়ুন: চিকিৎসকের গাফিলতিতে রোগীমৃত্যু! ক্ষোভে ফেটে পড়ল মৃতের পরিবার, উত্তেজনা চন্দননগর হাসপাতালে]

পৈতৃক বাড়িতে আজও দুর্গাপুজো হয়। প্রতিবার পুজোর সময় বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। তাতে অংশ নেন জ্যোতিপ্রিয় মল্লিক। নবমীতে যান তিনি। তবে এবার আর যাওয়া হয়নি। কারণ, শরীর ভাল ছিল না জ্যোতিপ্রিয়রা। তাতে মন খারাপ ছিল পূর্ব খাঁ পুরের বাসিন্দাদের। জ্যোতিপ্রিয়র গ্রেপ্তারির খবরেও হতাশ তাঁরা। প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেপ্তারির পরই থমথমে গোটা এলাকা। গ্রেপ্তারির নেপথ্যে বিজেপির ষড়যন্ত্রই দেখছেন গ্রামবাসীরা। যদিও সেই দাবি মানতে নারাজ গেরুয়া শিবির।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: তামিলনাড়ুর সবুজ বাজিতেই বঙ্গে দীপাবলি, ভিনরাজ্য থেকে আসছে বিপুল জোগান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার